Header Ads

বরাকের় নির্মিয়মান সড়কের কাজের অগ্রগতির জানতে চাইলেন রাজদীপঃ সদুত্তর পরিবহন মন্ত্রীর


বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ লোকসভার প্রশ্ন কালিন সত্রে শিলচর তথা বরাক উপত্যকায় চলা প্রমুখ সড়ক গুলির কাজের অগ্রগতির বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন শিলচরের সাংসদ ড. রাজদীপ রায়। উত্তরে সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করী বাস্তবিক পরিস্থিতি তুলে ধরেন।


মন্ত্রী জানান হাফলং হয়ে যাওয়া চার লেন বিশিষ্ট শিলচর গুয়াহাটি রাষ্ট্রীয় রাজ পথের কাজ অনেকাংশে সম্পন্ন হয়ে গেছে। কিন্তু জাটিংগা হারাংঙ্গাজাও ও নরীমবংলো অংশে প্রাকৃতিক দুর্যোগের কারনে নির্মান কাজ বাধা প্রাপ্ত হয়েছে। তবে বর্তমানে NH 54 এর বালাছরা হারাংগাজাও অংশে নির্মান কাজ পুনরায় চালু করা হয়েছে। শিলচর বাইপাস রামনগর আইএসবিটি থেকে সোনাবাড়ী ঘাট কাশীপুর পর্যন্ত রাস্তার কাজ ঠিকাদারদের কাজের মান উন্নত না জন্য কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বালাছড়া থেকে এংলাবাড়ী ভায়া কাঠালতল অংশের কাজ আরম্ভ হয়ে গেছে। এছাড়াও বদরপুর থেকে এংলাবাড়ী পর্যন্ত হওয়া রাস্তার উন্নয়ন কাজের রিপোর্ট তৈরীর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বরাকের রাস্তাঘাটের উন্নয়নের জন্য নেওয়া এই যোজনাগুলি 2023 এর মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী নিতীন গড়করী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.