Header Ads

করোনার আতঙ্কের মাঝে একটা ভালো খবর, রাজ্যের চিড়িয়াখানাতে সোনালী বাঁদরের জন্ম


নয়া ঠাহর প্রাতিবেদন
 করোনার আতঙ্কের মাঝে এলো  একটি সুখবর। বুধবার রাতে অসম রাজ্যিক চিড়িয়াখানার ও উদ্ভিদ উদ্যানে সম্প্রতি স্থাপিত প্রজনন কেন্দ্রে একটি পুরুষ সোনালী বাঁদরের বাচ্চার জন্ম হয়।উল্লেখ্য যে সোনালী বাঁদর বর্তমানে বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এই সোনালী বাদরের অস্তিত্ব বর্তমানে সংকটের মধ্যে রয়েছে। সেইজন্য বন বিভাগ গত কয়েক বছর ধরে অসম রাজ্যিক  চিড়িয়াখানাতে একটি প্রজনন কেন্দ্র স্থাপন করে সোনালী বাঁদরের বংশবৃদ্ধিতে চেষ্টা করছিল। যদিও সেই সময়ে সেটা সফল হয়নি অনেক বছর পরে গত বছরে একটি সোনালী বাদরের বাচ্চার জন্ম হয়। এবং চলতি বছরে  গতরাতে একটি পুরুষ  বাচ্চার জন্ম হয় । সোনালী বাঁদরের বাচ্চার জন্ম অস্তিত্বর সংকটে থাকা এই বাঁদরের বংশবৃদ্ধির উৎকৃষ্ট উদাহরণ তুলে ধরতে সক্ষম হয়েছে রাজ্যিক চিড়িয়াখানা । বন ধ্বংস না কমলে খুব কম সময়ের মধ্যেই এই বাঁদরের অস্তিত্ব শেষ হয়ে যাবে। সোনালী বাঁদরের বাচ্চার জন্মেরএই সুখবরটি জানিয়েছেন চিড়িয়াখানার ডিএফও তেজস মরিস্বামী ও  রেঞ্জার রবিন বৈশ্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.