Header Ads

অসমেও করোনা ভাইরাসের আতঙ্ক, কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪০০ জনকে, ব্ৰহ্মপুত্ৰে আটকে দেওয়া হয়েছে যাত্ৰী সমেত জাহাজ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 

করোনাভাইরাসের সংক্ৰমণ নিয়ে গুয়াহাটিতে নেমেছিলেন ৭৬ বছর বয়সের এক মাৰ্কিন পৰ্যটক। এবারে তাঁর থেকে সংক্ৰমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে অসমে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা টুইটারে জানিয়েছেন- ভাইরাসের সংক্ৰমণ সন্দেহে রবিবার থেকে অন্তত ৪০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বেশ কয়েকজনের মধ্যে কোভিড-১৯ পজিটিভ বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্ৰীর  একাধিক টুইট থেকে আরও জানা গেছে- ৫ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে তাদের রেজাল্ট নেগেটিভ এসেছে।

ছবি, সৌঃ আন্তৰ্জাল
মাৰ্কিন ওই পৰ্যটক গত ২ মাৰ্চ ভুটানে গিয়েছিলেন। জ্বর-সৰ্দি-কাশি নিয়ে গত ৫ মাৰ্চ থিম্পু হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তিনি ওয়াশিংটন থেকে ভারত হয়ে ভুটানে গিয়েছিলেন। ভারতে ছিলেন ২১ ফেব্ৰুয়ারি থেকে ১ মাৰ্চ পৰ্যন্ত। পরে সেখান থেকে গুয়াহাটি আসেন তিনি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা জানিয়েছেন-ওই ব্যক্তির সংস্পৰ্শে আসা ৫ জনের শরীরে সংক্ৰমণ পজিটিভ বলে মনে করা হচ্ছে। এছাড়াও সংক্ৰমণ সন্দেহে রাজ্যের আরও বিভিন্ন জায়গা থেকে ৪০০ জনকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। 

এদিকে গুয়াহাটি থেকে মাৰ্কিন পৰ্যটকদের নিয়ে রওনা দেওয়া এমভি মাহাপ্ৰভু নামের রিভার ক্ৰজে করোনার সংক্ৰমণ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাহাজে শতাধিক যাত্ৰী রয়েছেন। বেশির ভাগই মাৰ্কিন পৰ্যটক। যোরহাট জেলার নিমাটিঘাটের কাছে ব্ৰহ্মপুত্ৰের ওপরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ক্ৰুজটিকে। যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ের ডাক্তারদের একটি দল যাত্ৰীদের শারীরিক পরীক্ষা করছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.