অরুণাচলের সেলা পাসে তুষার ধসে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল সেনা
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ৯ মার্চ
শনিবার আচমকা তুষার ধসে অরুণাচলের সেলা পাসে আটকে পড়েছিলেন ৩৯০ জন পর্যটক। আচমকা এই তুষার ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছিল গাড়ি চলাচল । স্থানীয় প্রশাসন চেষ্টা করেও আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে না পারলে সাহায্য নেওয়া হয় সেনার। শনিবার রাত থেকে উদ্ধার কাজ শুরু করে সেনা।
বরফ কেটে এগোতে হয় সেনা জওয়ানদের । যার ফলে আটকে পড়া পর্যটকদের কাছে সেনা জওয়ানরা পৌঁছান রবিবার সন্ধ্যা বেলায় । আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয় ।
সোমবার গুয়াহাটিতে ভারতীয় সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল পি খোঙ্গসাই জানান, গত কয়েকদিন ধরেই অরুণাচলের বিভিন্ন জায়গাতে তুষার পাত হচ্ছিল । ১৪ হাজার ফুট উপরে সেলা পাসে আটকে ছিলেন ৩৯০ জন পর্যটক। ১৬ ঘন্টা ধরে উদ্ধারকাজ চালায় সেনা । সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল ১৭৫ টি গাড়ি । এই গাড়িগুলিতেই পর্যটকদের উদ্ধার করে ফিরিয়ে আনা হয় ।
তুষার ধসে আটকে পড়ে কয়েকজন পর্যটক অসুস্থ হয়ে পড়েছিলেন । অসুস্থ পর্যটকদের চিকিৎসা করা হয়েছে । বর্তমানে সবাই সুস্থ রয়েছেন । গত দশদিনের মধ্যে এই নিয়ে দুইবার সেলা পাসে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল সেনা । গত ১ মার্চ ১১১ জন পর্যটককে উদ্ধার করেছিল সেনা ।
শনিবার আচমকা তুষার ধসে অরুণাচলের সেলা পাসে আটকে পড়েছিলেন ৩৯০ জন পর্যটক। আচমকা এই তুষার ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছিল গাড়ি চলাচল । স্থানীয় প্রশাসন চেষ্টা করেও আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে না পারলে সাহায্য নেওয়া হয় সেনার। শনিবার রাত থেকে উদ্ধার কাজ শুরু করে সেনা।
বরফ কেটে এগোতে হয় সেনা জওয়ানদের । যার ফলে আটকে পড়া পর্যটকদের কাছে সেনা জওয়ানরা পৌঁছান রবিবার সন্ধ্যা বেলায় । আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয় ।
সোমবার গুয়াহাটিতে ভারতীয় সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল পি খোঙ্গসাই জানান, গত কয়েকদিন ধরেই অরুণাচলের বিভিন্ন জায়গাতে তুষার পাত হচ্ছিল । ১৪ হাজার ফুট উপরে সেলা পাসে আটকে ছিলেন ৩৯০ জন পর্যটক। ১৬ ঘন্টা ধরে উদ্ধারকাজ চালায় সেনা । সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল ১৭৫ টি গাড়ি । এই গাড়িগুলিতেই পর্যটকদের উদ্ধার করে ফিরিয়ে আনা হয় ।
তুষার ধসে আটকে পড়ে কয়েকজন পর্যটক অসুস্থ হয়ে পড়েছিলেন । অসুস্থ পর্যটকদের চিকিৎসা করা হয়েছে । বর্তমানে সবাই সুস্থ রয়েছেন । গত দশদিনের মধ্যে এই নিয়ে দুইবার সেলা পাসে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল সেনা । গত ১ মার্চ ১১১ জন পর্যটককে উদ্ধার করেছিল সেনা ।
কোন মন্তব্য নেই