Header Ads

শিলঙে রাত ৯টা থেকে সকাল ৬ টা পৰ্যন্ত কাৰ্ফু জারি প্ৰশাসনের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
পূৰ্ব খাসি পাহাড় প্ৰশাসন শিলঙে আজ অৰ্থাৎ বুধবার রাত ৯ টা থেকে সকাল ৬ টা অবধি কাৰ্ফু জারি করেছে। গোটা মিউনিসিপাল এলাকা, ক্যানটনমেন্ট এলাকা, মাওলাই ব্লকের উমসিরপি ব্ৰিজ উজান শিলঙের ৭ মাইল পৰ্যন্ত মদনরিটিঙ, মাওব্লেই, নঙ্কেশ, লাটিকর, উমলিঙ্কা, লওসোটান, মাওডিয়াঙডিয়াঙ, ডিনগিঅঙ, সিজিঅঙ প্ৰভৃতি এলাকায় পরবৰ্তী নেটিশ জারি না হওয়া পৰ্যন্ত কাৰ্ফু থাকবে। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল 

সোহরা এবং শেলা এলাকায় এদিন সন্ধ্যা ৬ টা থেকে পরের দিন সকাল ৮ টা পৰ্যন্ত কাৰ্ফু থাকবে। কোনও ধরনের অপ্ৰীতিকর ঘটনা ঠেকাতে পরিবেশ এবং পরিস্থিতির ওপর কড়া নজর রয়েছে প্ৰশাসনের।
 এদিকে, শিলঙের ইয়দুতে ( বড়বাজার ) মঙ্গলবার নুপুর পাল (৪৫) মৃতদেহ উদ্ধার হয় । বর্তমানের পরিস্থিতির জেরে মৃতদেহ নিয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছিল । কিন্তু পুলিশের সূত্র জানায় যে , বর্তমানের পরিস্থিতির সঙ্গে এই মৃতদেহ উদ্ধারের কোন সম্পর্ক নেই। পুলিশের মতে, অত্যধিক মদ্যপানের জেরেই নুপুর পালের মৃত্যু হয়ে থাকতে পারে ।

নুপুর পালের দূরবর্তী আত্মীয়স্বজনেরা জানিয়েছেন  , মৃতের কোন বাড়ি ছিল না । মউলংহাট ও বড়বাজার এলাকায়তেই থাকতেন তিনি । দূরবর্তী আত্মীয়স্বজনেরা কোন সন্দেহজনক ঘটনার কথা উড়িয়ে দিয়েছেন ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.