অধ্যক্ষ মুলতুবি প্রস্তাব খারিজ করলেন
অমল গুপ্ত, গুয়াহাটি : অসম বিধানসভায় আজ অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী গতকালের
এআইইউডিএফ কংগ্রেস দলের উত্থাপিত মুলতুবি প্রস্তাব খারিজ করে দিলেন। গতকাল
কংগ্রেসের দেবব্রত শইকিয়া এবং অন্যান্য ও এআইইউডিএফের হাফিজ বসির আহমেদ চৌধুরি
এবং অন্যান্যরা নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনকারীদের উপর সরকারের
নির্যাতনের নানা ঘটনা তুলে ধরে মুলতুবি প্রস্তাব উত্থাপন করেছিলেন। সেই প্রস্তাব
রিজার্ভ রেখেছিলেন গতকাল। তা নিয়ে কংগ্রেস এআইইউডিএফ বিধানসভা বয়কট করেন। আজ
অধ্যক্ষ জানান, কা বিরোধী
আন্দোলন নিয়ে বহু মামলা হয়েছে আদালতে। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, যারা জেলে আছে তারাও আদালতের
দ্বারস্ত হয়েছে। তাইসব মামলাইবিচারাধীন। তা নিয়ে বিধানসভায় আলােচনা করা যায়
না। যারা আলোচনার সুযোগ পাননি সেই সব সদস্যরা বিধানসভার অন্যান্য দিনেও আলোচনা
চালিয়ে যেতে পারবেন।









কোন মন্তব্য নেই