Header Ads

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ল, দিল্লি নিজামুদ্দিন ধর্মীয় অনুষ্ঠানে অসম থেকে ৪৫৬ জন গিয়েছিলেন, যারা ফিরেছেন তাদের বাধ্যতামূলকভাবে কয়রেন্টিনে পাঠানোর নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।



অমল গুপ্ত, গুয়াহাটি : স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজই সন্তোষ প্রকাশ করে বললেন, অসমে একটিও করোনা আক্রান্ত পজিটিভ কেস ধরা পড়েনি, তার কিছুক্ষণ পরে টুইট করে জানালেন, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক জনের দেহে রোগ ধরা পড়েছে। তার আগে স্বাস্থ্যমন্ত্রী জানান,  দিল্লির নিজামুদ্দিন মরকজএ এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ৪৫৬ জন অসমের মানুষ ফিরে এসেছেন, সরকারের হাতে নামের তালিকা এসেছে। ডেপুটি কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে, যেকোনোভাবে আজকের মধ্যে তাদের প্রত্যেককে কয়রেন্টিনে পাঠাবার জন্যে, কাল রক্ত পরীক্ষা করলেই করোনা ভাইরাস নেগেটিভ না পজিটিভ জানা যাবে। হিমন্তবিশ্ব শর্মা  এবং স্বাস্থ্য প্রতি মন্ত্রী পীযূষ হাজারিকা নিজামুদ্দিন-এর অনুষ্ঠান থেকে আসা অসমের মানুষ দের না লুকিয়ে থেকে কয়রেন্টিনে ভর্তি হবার আর্জি জানিয়েছেন। সংবাদ সূত্রে বলা হয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব সহ ১৫ টি দেশের প্রায় ২০০ প্রতিনিধি এই ধর্মীয় সন্মেলনে যোগ দিতে আসেন, তাদের মধ্যে ৩৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে,  ৭০০জনকে কয়রেন্টিনে রাখা হয়েছে। তাদের কয়েকজন তেলেঙ্গানা আন্দামানে ফিরে যান সেখানে সংক্রমিত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রটির দাবি। অসমে এই প্রথম শিলচর আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দিল্লিতে ক্যান্সার রোগের চিকিৎসা করে ফিরে গুয়াহাটির হাতিগাঁও অঞ্চলে একদিন থেকে ফিরে গিয়ে শিলচর ক্যান্সার হাসপাতালে ১৮ মার্চ ভর্তি হন, স্বাস্থ্যমন্ত্রী যেদিন এস এম সি এইচ-কে সম্পূর্ণ করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য পৃথকভাবে রাখার কথা ঘোষণা করেন, তার অবহিত পরে করিমগঞ্জ জেলার বদরপুরের শ্রীগৌরী হাসানপুর অঞ্চলের বাসিন্দা ৫২ বছরের ক্যান্সার ও ডাযাবিটিস রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। হাসপাতালের অধ্যক্ষ বাবুল কুমার বেজ ওই রোগী পজিটিভ বলে ঘোষণা করেন। তারপর স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা টুইট করে আনুষ্ঠানিকভাবে রোগ ধরা পরার কথা জানান। পুনের এন আই ভি থেকে পজিটিভ রিপোর্ট পেয়ে স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.