Header Ads

পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় আগুন, অমঙ্গলের ইঙ্গিত বলে মনে করছেন একাংশ ভক্ত

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২০ মাৰ্চ

গোটা দেশে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় আগুন লাগার ঘটনা ঘটল। এই ঘটনাকে অমঙ্গলের ইঙ্গিত বলে মনে করছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও।



ছবি, সৌঃ আন্তৰ্জাল 

পুরীর জগন্নাথ মন্দিরে বৃহস্পতিবার রাত সোয়া ৮ টা নাগাদ আগুন লাগে। তবে আগুনে মন্দিরের কোনও ক্ষতি হয়নি। পুরী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে- জগন্নাথ মন্দিরের শীৰ্ষে একটি হনুমান মন্দির আছে। সেখানে প্ৰত্যেক দিন প্ৰদীপ দেওয়া হয়। মন্দিরের বাইরে একটি বড় মাপের প্ৰদীপ রয়েছে। যা প্ৰতিদিন সন্ধ্যার সময় বসিয়ে দেওয়া হয়। এটিকে মহাপ্ৰদীপ বলে। প্ৰত্যক্ষদৰ্শীদের  জানানো মতে এদিন রাত ৮ টা নাগাদ প্ৰবল বেগে ঝোড়ো হাওয়া এবং ক্ষানিকটা বৃষ্টি হয়। তখন নিচের ধ্বজাগুলির একটি উড়ে গিয়ে ওই হনুমান মন্দিরের মহাপ্ৰদীপে গিয়ে পড়ে। তা থেকেই এই আগুন লাগে।
এই ঘটনার পর পুরীর মন্দিরের একাধিক পাণ্ডার মন্তব্য- করোনাভাইরাসের গ্ৰাস যে বড় ক্ষতি করতে পারে তা এই মন্দির চূড়ার আগুনের মধ্যে দিয়ে সংকেত দিয়ে গেল। তবে এহেন মন্তব্য মানতে নারাজ মন্দিরের প্ৰবীণ পুরোহিতরা।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.