Header Ads

কোভিড ১৯ নিয়ে সচেতনতা,নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করেছে হ্যান্ড সেনিটাইজার


দেবযানী পাটিকর
করোনাভাইরাস কে নিয়ে যখন সমগ্র বিশ্ব তোলপাড় সেই সময়ে করোনা ভাইরাস থেকে পরিত্রান পাবার জন্য  স্বাস্থ্য বিভাগ রাজ্যবাসীকে অধিকমাত্রায় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে নির্দেশ দিয়েছে। বর্তমানে বাজারে অভাব দেখা দিয়েছে হ্যান্ড স্যানিটাইজারের সে জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গুলি তৈরি করেছে হ্যান্ড স্যানিটাইজার ।এর মধ্যে রয়েছে বি বড়ুয়া মহাবিদ্যালয়, পাণ্ডু কলেজ,নেম কেয়ার শিক্ষা প্রতিষ্ঠানপ্রমুখ। কোভিড  -19 বা  করোনা  ভাইরাস নামে পরিচিত সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে।সাধারণ  সর্তকতা অবলম্বন করে এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনতে পারা যায় ।এর জন্য চাই উপযুক্ত সচেতনতার ।কটন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ বিশ্ববিদ্যালয়ে ব্যবহারের জন্য হ্যান্ড সেনিটাইজার প্রস্তুত করে বিতরণের  ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয় উপাচার্য ভবেশ চন্দ্র গোস্বামীর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধেরর লক্ষ্যে এই ব্যবস্থা গ্রহণ করে।




ওদিকের নগরীর পান্ডিত পান্ডু কলেজে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করে । কলেজের শিক্ষক -শিক্ষয়িত্রী ও ছাত্র -ছাত্রীরাএলাকার লোকের বাড়ি গিয়ে করোনা ভাইরাস সম্পর্কে লোককে বোঝায় ও এই রোগ থেকে বাঁচতে  কি কি ধরনের সর্তকতা গ্রহণ করা উচিত সেটাও লোককে বিস্তৃতভাবে বোঝানো হয় এবং প্রচার পুস্তিকাও লোকের মাঝে বিতরণ  করা হয়।পাণ্ডু কলেজের  রসায়ন বিভাগের দ্বারা তৈরী হ্যান্ড সেনিটাইজারও লোকের মাঝে  বিতরণ করা হয়।এই কার্যক্রমে কলেজের প্রিন্সিপাল যোগেশ কাকতি উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.