করোনা ভাইরাসের প্রকোপে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭-এ
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১৫ মার্চ
করোনা ভাইরাসের সংক্রমণে ভারতে আক্রান্তের সংখ্যা রবিবার সকাল অবধি দাঁড়িয়েছে ১০৭ -এ। আক্রান্তদের মধ্যে ৩১ জন মহারাষ্ট্রের। কেরলের ২২ জন। হরিয়ানার ১৪জন , উত্তরপ্রদেশের ১২ জন ও দিল্লির ৭ জন রয়েছেন ।
আক্রান্ত ১০৭ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক । হরিয়ানার আক্রান্ত ১৪ জনের সবাই বিদেশি নাগরিক । মৃত্যু হয়েছে দুইজনের । মৃতদের একজন কর্ণাটক ও অন্যজন দিল্লির বাসিন্দা । আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ জন।
করোনা ভাইরাসের সংক্রমণে ভারতে আক্রান্তের সংখ্যা রবিবার সকাল অবধি দাঁড়িয়েছে ১০৭ -এ। আক্রান্তদের মধ্যে ৩১ জন মহারাষ্ট্রের। কেরলের ২২ জন। হরিয়ানার ১৪জন , উত্তরপ্রদেশের ১২ জন ও দিল্লির ৭ জন রয়েছেন ।
ছবি, সৌঃ ইন্টারনেট
আক্রান্ত ১০৭ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক । হরিয়ানার আক্রান্ত ১৪ জনের সবাই বিদেশি নাগরিক । মৃত্যু হয়েছে দুইজনের । মৃতদের একজন কর্ণাটক ও অন্যজন দিল্লির বাসিন্দা । আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ জন।









কোন মন্তব্য নেই