করোনাভাইরাসের আতংক এখন অসমেও, করোনায় আক্রান্ত সন্দেহে গুয়াহাটিতে জিএমবিএইচ এ ভর্তি যুবক
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১৫ মার্চ
করোনাভাইরাসের আতংক এখন অসমেও। করোনায় আক্রান্ত হওয়ার সন্দেহে কেরল থেকে আসা এক যুবককে জিএমসিএইচ- এ ভর্তি করা হয়েছে। বর্তমানে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষা চলছে। দিন কয়েক আগে ওই যুবক কেরল থেকে ট্রেনে করে গুয়াহাটি আসে। তারপর আমসৈ যায়।
ছবি সৌঃ ইন্টারনেট
গোটা অসমে জারি করা হয়েছে হেল্থ এলার্ট। রাজ্যের সর্বানন্দ সরোয়ার সরকার ২৯ মার্চ পর্যন্ত সমস্ত স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। রবিবার ভেটেরিনারি কলেজ প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে চিফ সেক্রেটারি কুমার সঞ্জয় কৃষ্ণ জানান - সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, জিম, সুইমিং পুল আগামী ২৯ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে। শুধু তাই নয় সি বিএসসি এ বং এস ইবিএ পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।










কোন মন্তব্য নেই