করোনা ভাইরাসের থাবা, প্রকোপ থেকে বাঁচাতে মরিয়া ইরান দ্বারস্থ ভারতের
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১৫ মার্চ
চিন ও ইতালির পর করোনা ভাইরাস সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে ইরানে । করোনা ভাইরাসের থাবায় জেরবার ইরান প্রকোপ থেকে বাঁচতে এবার দ্বারস্থ হল ইরানের ।
করোনা ভাইরাসের সংক্রমণে বহু মানুষের মৃত্যু হয়েছে ইরানে । এমনকী আয়াতুল্লা আলি খোমেইনির এক মুখ্য পরামর্শদাতাও মারা গেছেন । করোনা ভাইরাসের থাবা থেকে বাঁচতে এবার মরিয়া ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানি চিঠি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ।
আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞায় জেরে অনেকটা কোণঠাসা ইরান। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে তা আরও বেড়েছে । ইরান এই অবস্থায় বর্তমানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের মাধ্যমে আমেরিকার উপর চাপ সৃষ্টি করতে চাইছে বলে ধারণা আন্তর্জাতিক মহলের ।
চিন ও ইতালির পর করোনা ভাইরাস সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে ইরানে । করোনা ভাইরাসের থাবায় জেরবার ইরান প্রকোপ থেকে বাঁচতে এবার দ্বারস্থ হল ইরানের ।
প্রতীকী ছবি, সৌঃ ইন্টারনেট
অথচ মাত্র কিছুদিন আগেই সিএএ নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খোমেইনি । তিনি বলেছিলেন, সিএএ প্রত্যাহার না করলে মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে ভারতকে । কিন্তু পরিস্থিতির বিচারে, করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে সেই ভারতেরই দ্বারস্থ হতে হল ইরানকে ।করোনা ভাইরাসের সংক্রমণে বহু মানুষের মৃত্যু হয়েছে ইরানে । এমনকী আয়াতুল্লা আলি খোমেইনির এক মুখ্য পরামর্শদাতাও মারা গেছেন । করোনা ভাইরাসের থাবা থেকে বাঁচতে এবার মরিয়া ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানি চিঠি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ।
আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞায় জেরে অনেকটা কোণঠাসা ইরান। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে তা আরও বেড়েছে । ইরান এই অবস্থায় বর্তমানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের মাধ্যমে আমেরিকার উপর চাপ সৃষ্টি করতে চাইছে বলে ধারণা আন্তর্জাতিক মহলের ।









কোন মন্তব্য নেই