Header Ads

ক্ষুদ্র আর্থিক সংস্থাগুলি থেকে ঋণ নেওয়ার ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে



অমল গুপ্ত, গুয়াহাটি : আজ বিধানসভায় একসংকল্প প্রস্তাবশীর্ষক এক আলোচনায় অংশগ্রহণ করে কংগ্রেসের দেবব্রত শইকিয়া এবং রূপজ্যোতি কুর্মি দাবি তোলেন, সারদা, বন্ধন ব্যাংক প্রভৃতি ক্ষুদ্র ঋণদান আর্থিক সংস্থাগুলি নানা প্রলোভন দেখিয়ে মানুষকে ঠকাচ্ছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। রূপজ্যোতি কুর্মি বলেন, তিনি চা-শ্রমিকের সন্তান, চা বাগানগুলির গরিব শ্রমিকদের ঋণ দানের নামে বিভিন্ন আর্থিক সংস্থা ২০-২৫ শতাংশ হারে সুদ দেওয়ার লোভ দেখিয়ে গরিব শ্রমিকদের সর্বস্বান্ত করছে। এ পর্যন্ত চা বাগান অঞ্চলে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। তিনি ঋণদান সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। আজ বিধানসভায় অগপর পবিন্দ্ৰ ডেকাদি আসাম ট্রেন্সফার অফ লেণ্ড (রেগুলেশন) বিলনামে প্রাইভেট বিল উত্থাপন করে অসমের খিলঞ্জীয়া মানুষের ভূমির অধিকার দাবি করেন। তিনি ১৯৫১ সালের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের দাবি জানান। পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেন, এব্যাপারে সরকার এক বিল আনবে, তাই প্রাইভেট বিল আনার কোনো প্রয়োজন নেই। অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী বিলটি প্রত্যাহার করে নেওয়ার জন্য পবীন্দ্ৰ ডেকাকে অনুরোধ করেন। ডেকা তা প্রত্যাহার করে নেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.