চর অঞ্চলের মুসলিম ধর্মাবলম্বী মানুষ বাংলা মাধ্যম বিদ্যালয়গুলিতে পড়াশোনা করে !
অমল গুপ্ত, গুয়াহাটি : আজ বিধানসভায় কংগ্রেসের নুরুল হুদার এক প্রশ্নের জবাবে
শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রাজ্যের বাংলা মাধ্যম বিদ্যালয়ের
সংখ্যা হচ্ছে ৫৭৬১টি। প্রাথমিক বিদ্যালয় ৪৫৬০ টি, উচ্চ প্রাথমিক ৮২২টি, উচ্চ মাধ্যমিক ৩০১টি এবং উচ্চতর
মাধ্যমিক বাংলা মাধ্যম বিদ্যালয়ের সংখ্যা ৭৮টি। শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু মুসলিম
জনগোষ্ঠী অধ্যুষিত এবং চর অঞ্চলগুলিতে ৯৩৬টি বাংলা মাধ্যমের বিদ্যালয় আছে।
মাধ্যমিক শিক্ষার অন্তর্গত কেবল হাইলাকান্দি জেলায় ধর্মীয় সংখ্যালঘু অঞ্চলে
বাংলা মাধ্যম বিদ্যালয়ের সংখ্যা দশটি। অগপর উৎপল দত্তের এক প্রশ্নে জবাবে
শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে
নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ১৬৩৮৭টি পদ খালি আছে এবং উচ্চ ও
উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ১৭,৯০৯টি পদ খালি পড়ে আছে। রাজ্যে ২৪৯টি নিম্ন প্রাথমিক এবং উচ্চ
প্রাথমিক বিদ্যালয় একত্রিকরণ করা হয়েছে। রাজ্যে একজন শিক্ষক থাকা প্রাথমিক
বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ৩০৮৫ এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ২৩টি।









কোন মন্তব্য নেই