Header Ads

সিডনিতে বৃষ্টি, এক বলও না খেলে গ্রুপ লিগে বেশি পয়েন্টের জেরে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ৫মার্চ
সিডনিতে বৃষ্টির পূর্বাভাস ছিলই । সেই পূর্বাভাসকে সত্যি করে বৃষ্টিতে ভেসে গেল ভারত ও ইংল্যান্ডের মহিলাদের টি ২০  বিশ্বকাপের সেমিফাইনাল। গ্রুপ লিগের চারটি ম্যাচই জেতায় ভারত ৮ পয়েন্ট পাওয়ায় টপকে গেল ইংল্যান্ডকে । গ্রুপ লিগে ইংল্যান্ডের পয়েন্ট ছিল ছয় । পয়েন্টে এগিয়ে থাকার জেরেই ভারত পৌঁছে গেল ফাইনালে ।


ভারতের অধিনায়ক হরমনপ্রীত জানিয়েছেন, খেলা না হওয়াটা দুর্ভাগ্যজনক। তাঁরা প্রথমবার টি ২০  বিশ্বকাপের ফাইনালে নামতে চলেছেন । তাই , দলগতভাবে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার তাঁদের লক্ষ্য ফাইনালে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.