Header Ads

বিহুর আগে ১১ হাজার প্রাথমিক এবং এমই বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ করা হবে



অমল গুপ্ত, গুয়াহাটি : আগামী বিহুর আগে ১১ হাজার প্রাথমিক এবং এই বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ করা হবে। এবং ৪৫ দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খালি পদগুলি পূরণ করা হবে। আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা জানান। বিধানসভায় জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর অধীনে নার্সদের নিয়োগ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সর্বশিক্ষা কর্মীদের মতো তাদের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। তাদের বেতন বন্ধ হয়নি। সরকারিভাবে নিয়োগ করার কোনো প্রস্তাব নেই। তবে বিভিন্ন জায়গায় শূন্য পদের বিপরীতে যোগ্যতার ভিত্তিতে ২০০৬-০৭ বছরে নিয়োগ প্রাপ্ত নার্সদের সরকারিকরণ করার প্রয়াস চলছে। শিক্ষামন্ত্রী বলেন, শিঘ্রই শিক্ষক বদলিকরণ আইনটি প্রস্তুত করা হবে। এই আইন বলে কোনো শিক্ষক একই জায়গায় কমপক্ষে দশ বছর থাকতেই হবে। তিনি বলেন, এক কিলোমিটারের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় এবং সেই বিদ্যালয়ে ত্রিশ জন ছাত্র পিছু একজন শিক্ষক নীতি বলবৎ করার লক্ষ্যে শিক্ষার ব্যাপক সংস্কারের কাজ চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.