Header Ads

শ্রীশ্রীভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রমে দোল মহোৎসব



নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে কাটিগড়া বিধানসভা এলাকার ভুবনেশ্বরনগর স্থিত বিষ্ণুপ্রিয়া মনিপুরি সম্প্রদায়ের ধর্মগুরু শ্রীশ্রীভুবনেশ্বর সাধু ঠাকুরের আশ্রমে তিন দিন ব্যপী অনুষ্টিত হলো দোল মহোৎসব। এউপলক্ষে রবিবার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্টানের মাধ্যমে অনুষ্টানের সূচনা হয়। সোমবার সকালে 108 কলস গঙ্গাজল দ্বারা মন্দিরের শ্রীবিগ্রহের অভিষেক করা হয়। সম্পূর্ণ দিন চলে কীর্তন, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ। আলোচনা সভায় অংশ নেয় প্রধান অতিথি তথা কাটিগড়া সার্কেল অফিসের বড়বাবু বিমল কুমার ধর সহ অন্য বিশিষ্ট জনেরা। এদিন সন্ধ্যায় অনুষ্টিত হয় মহাপ্রভূর জন্মগৃহ দাহ ও সন্ধ্যারতি। মঙ্গলবার দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে। অনুষ্টানটি সুসম্পন্ন হওয়ায় সভাপতি জিতেন্দ্র কুমার সিংহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.