Header Ads

১৫ আগস্ট স্বাধীনতা দিবস থেকে রাজ্যের সব সরকারি মাদ্রাসা ও টোল বন্ধ করে দেওয়া হবে



অমল গুপ্ত, গুয়াহাটি : আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস থেকে রাজ্যের সব সরকারি মাদ্রাসা এবং টোল বন্ধ করে দেওয়া হবে। আজ বিধানসভায় জিরো আওয়ারে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান। তিনি বলেন, প্রাইভেট খারিজা মাদ্রাসাগুলিকে নথিভুক্ত করতে হবে এবং অঙ্ক, বিজ্ঞান প্রভৃতি আধুনিক শিক্ষায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, মাদ্রাসাগুলি বন্ধ দেওয়ার পরে তা হাইস্কুলে উন্নীত করা হবে। তাই তা বন্ধ করা হচ্ছে না। টোলগুলি বন্ধ করে দেওয়া হলেও সংস্কৃত শিক্ষার প্রসারের ক্ষেত্রে সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। আজ বিধানসভায় কমলাক্ষ দে পুরকায়স্থ রাজ্যে সরকারি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ব্যাপারে আপত্তি তোলেন। দেশে ৪৫ বছরে এতো বেকারের সংখ্যা হয়নি। তাই সরকারি মাদ্রাসা-টোল বন্ধ করে দিলে বেকারের সংখ্যা আরও বাড়বে। আরবে যারা কর্মসূত্রে যান তাদের আরবি ভাষা শিখা বাধ্যতামূলক। তাই মাদ্রাসা বন্ধ করলে বেকারের সংখ্যা বাড়বে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.