Header Ads

পূর্ত বিভাগের সমাজসেবী বাস্তকার আলগাপুরে দিন-দরীদ্রের পাশে


শুভজিৎ রায়, কাটাখাল: দেশজুড়ে লকডাউনের সময় করোনা কভিড-১৯ ভাইরাস আতঙ্কে সবাই যখন গৃহবন্দী তখনই মানুষ মানুষের জন্য উদাহরণ দিতে মাঠে নামেন আলগাপুর বিধানসভা এলাকার কাটাখাল এর বাসিন্দা তথা সমাজসেবী বল দেব সিনহা। তিনি পূর্ত বিভাগের কনিষ্ঠ বাস্তকার ।যেকোনো  দু:সময়ে এলাকাবাসীর পাশে দাঁড়ানোর এক অভ্যাস। এবারের করোনা মহামারী আকারে ও নিজের সুরক্ষা ভূলে গিয়ে সমাজের সেবায় এগিয়ে আসলেন। করিমগঞ্জ ডিভিশনের অধীনস্থ পূর্ত বিভাগের কনিষ্ঠ বাস্তকার হওয়ার সুবাদে তার দুই মাসের বেতন নিজ এলাকার দিন-দরীদ্র পরিবারের স্বার্থে বিতরণ করার ইচ্ছা নিয়ে পাঁচ কেজি চাউল,এক কেজি লবন, সেনিটাইজার, মাস্ক ইত্যাদি বন্টন করেন। বাস্তকার বলদেব সিনহা,ও তাঁর স্ত্রী তথা বিজেপি জিলা সহ- সভানেত্রী সুভদ্রা সিনহা স্বেচ্ছায় কালিনগর জিপির পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে সক্রিয়ভাবে সহযোগিতা করেন আলগাপুর বিজেপি মন্ডল সভাপতি বিধান চন্দ, কালিনগর জিপির এপি সদস্যার প্রতিনিধি শেখর সরকার। টানা দুইদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরে দরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন খাদ্য সামগ্রী। ব্যক্তিগত তহবিল দ্বারা এহেন সেবামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসায় সচেতন মহল এদের কে সাধূবাদ জ্ঞাপন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.