Header Ads

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে অসমের একজনও নেই



অমল গুপ্ত, গুয়াহাটি : করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে অসমের একজনও নেই। আজ অসম বিধানসভায় কংগ্রেসের অজন্তা নেওগের এক নোটিশের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী পিযুষ হাজরিকা জানান, দেশে ইবোলা রোগে আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ শতাংশ। কিন্তু করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ শতাংশ মাত্র। বিশ্বে ১ লক্ষ ৪৪ হাজার এই রোগে আক্রান্ত হয়েছে। বিশ্বের ১০২টি দেশে ছড়িয়ে পড়েছে। ভারতে ৬২ জনের দেহে এই ভাইরাস ধরা পড়েছে। অসমের ১৭ জনকে পরীক্ষা করা হয়েছিল, একটিও পজেটিভ নয়। তবে আমেরিকা থেকে একজন পর্যটক কাজিরঙায় এসেছিলেন। তার দেহে এই রোগ সংক্রামিত হয়েছিল বলে জানা যায়, পরে তিনি ভুটান চয়ে যায়। এমভি মহাবাহু নামে এক জাহাজে দেশি-বিদেশি ৫৯৯ জন পর্যটকের মধ্যে পৃথক করে ৮ জনকে পরীক্ষা করা হয়েছিল, তবে কোনো পজেটিভ কিছু ছিল না। তিনি বলেন, গুয়াহাটি মেডিক্যাল কলেজ সহ ৬টি মেডিক্যাল কলেজে করোনা ভাইরাসের রোগের সতর্কতা হিসাবে আইসোলেশন বিভাগ প্রস্তুত করে রাখা হয়েছে। প্রতিটি জেলার হাসপাতালেও দুটি করে পৃথক বেড প্রস্তুত করে রাখা হয়েছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। সামান্য জ্বর, শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে এই রোগের প্রাদুর্ভাব। মাস্কের কোনো অভাব নেই। প্রয়োজন পড়লে সুলভে তা সরকার দেবে। অজন্তা নেওগ জানান, বঙাইগাঁওয়ে একজনের দেহে এই রোগ দেখা দিয়েছে। তিনি জানান, চীনের উহান প্রদেশে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির বাজার থেকে এই রোগ ছড়িয়েছে। মনে করা হচ্ছে, বনরুই থেকে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে। চীনের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। এ দেশেও অঙ্গ প্রত্যঙ্গ বন্ধের দাবি তুলেছেন তিনি। বিজেপির ডা. নোমল মোমিনও উদ্বেগ প্রকাশ করে এই রোগ প্রতিরোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য আর্জি জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.