Header Ads

রাজ্য সরকার অসমে লক ডাউন ঘোষণা করার আগেই ডিমা হাসাওয়ে ৫ দিনের লক ডাউন ঘোষণা

বিপ্লব দেব, হাফলং ২৩ মার্চঃ 
করোনা ভাইরাস কভিড ১৯ রোগ বাড়ছে ভয়াবহ ভাবে। এই কভিড ১৯ রোগ প্রতিরোধে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ডিমা হাসাও জেলায় পাঁচ দিনের জন্য লক ডাউন ঘোষনা করেছে। ২৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ডিমা হাসাও জেলায় লক ডাউন ঘোষনা করছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ। করোনা ভাইরাসের ভয়াবহতার কথা মাথায় রেখে সিইএম দেবোলাল গার্লোসার নেতৃত্বে বিজেপি শাসিত কার্যনির্বাহী সমিতি সোমবার এই সিদ্ধান্ত গ্রহন করে।

 সোমবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নর্মাল সেক্টরের প্রধান সচিব মুকুট কেম্প্রাই এমর্মে এক নির্দেশ জারি করে এই লক ডাউনের কথা ঘোষনা করেন। ২৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ডিমা হাসাও জেলায় পার্বত্য পরিষদের অধীনে থাকা সব সরকারি কার্যালয় বন্ধ থাকবে। তবে জরুরিকালীন সব সেবা উপলব্ধ থাকবে। এবং সরকারি কর্মচারিরা নিজ বাড়িতে বসে সরকারি কাজ কর্ম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে আজ সকাল ৮ জনতা কার্ফু শেষ হওয়ার পরই হাফলং শহরে সমস্ত দোকান পাট বাজার হাট খুলে দেওয়া হয়। আর বাজার হাট খোলার পরই করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের পক্ষ থেকে যে সব নিয়ম নীতি দেওয়া হয়েছিল তা উলঙ্ঘন করে হাফলং শহরের বাজারে জনগন হুড়মুড়িয়ে কেনা কাটায় ব্যস্ত হয়ে পড়েন। এমনকি বাজারে দোকান গুলিতে ভিড় উপচে পড়েছে। এমনকি একজন আরেক জনের সঙ্গে এক মিটার দূরত্ব বজায় রাখছেন না। তাই লক ডাউন ছাড়া আর কোন রাস্তা ছিল না। কারন এখনও মানুষের মধ্যে করোনা ভাইরাস কভিড ১৯ রোগ নিয়ে যে তেমন সজাগতা আসেনি তা সোমবার হাফলং বাজারে পরিলক্ষিত হয়। এদিকে রাজ্য সরকার সমগ্র রাজ্যে ২৪ মার্চ বিকেল ৬ টা থেকে ৩১ মার্চ রাত ১২ টা পর্যন্ত লক ডাউন থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.