Header Ads

করোনা মহামারীর মধ্যেও চলবে মদ বিক্রি ! কেরল সরকার চালু করল নতুন নিয়ম !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
ভারতে করোনা ভাইরাস নিয়ে ছড়ানো আতঙ্কের মধ্যে চাঞ্চল্যকর খবর আসছে কেরল থেকে। কেরলে মদ বিক্রি জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কেরল সরকার সমস্ত রকম পানীয় পদার্থকে আবশ্যক শ্রেণীতে রেখেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন কোভিড-১৯ মহামারীর মধ্যে রাজ্যে মদ বিক্রির সিদ্ধান্তকে সঠিক বলেছেন। বিজয়ন বলেন, ‘রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মদ বিক্রি চালু রাখতে হবে আর মদকে আবশ্যক শ্রেণীতে রাখা হবে।’


বিজয়ন বলেন, সব মদের দোকান খোলা থাকবে। যখন সরকার মদ বিক্রি বন্ধ করে দিয়েছিল, তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।
সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিরোধী নেতা রমেশ চেনিথলা বলেন, সরকার রাজ্যে কোনভাবেই মদের দোকান বন্ধ করবে না বলেই এরকম হাস্যকর অজুহাত দিচ্ছে। মদের দোকান এমন ভাবে চলতে থাকলে বড় সমস্যার সৃষ্টি হবে।
মদ বিক্রি করে বছরে প্রায় ২৫০০ কোটি টাকা রাজস্ব পায় কেরল সরকার। কেরল সরকারের প্রাপ্ত মোট রাজস্বের এটি ১৫ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, কেরলের আগে পাঞ্জাব সরকারও রাজ্যে লকডাউন জারি থাকাকালীন সমস্ত মদের দোকান খোলা রেখেছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.