Header Ads

কোভিড-১৯ কে রুখতে সচেতনতা অভিযান বিহাড়া বাজার পরিচালন সমিতির

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া: কোভিড-১৯ থেকে রক্ষা পেতে সোমবার এক গন সচেতনতা অভিযান চালায় বিহাড়া বাজার পরিচালন সমিতির সদস্যরা। এদিন বিহাড়া বাজারে সচ্ছতা অভিযান চালিয়ে বাজার সেডে চুন ফেনাইল ইত্যাদি ছিটিয়ে বাজার সেডকে সেনিটাইজ করা হয়। বিহাড়া বাজার পরিচালন সমিতির সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী সুবীর দাস জনগনকে অযথা আতংকিত না হয়ে সরকারী নির্দেশ মেনে চলা ও ভিড় এড়িয়ে চলার আহ্বান জানান। সঙ্গে উপস্থিত ছিলেন বাজার পরিচালন সমিতির সভাপতি দিলীপ দেব সহ অন্যরা। বাজার সমিতির পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়। বাজার থেকে ক্রয় করা ফল, শাক, সব্জি ইত্যাদি ভালো করে ধুয়ে খাওয়ার কথা বলা হয়। বিহাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ লাবণ্য বড়ো জনগনকে সচেতন থাকার আহ্বান জানান। 
    এদিন আবার বহিঃরাজ্যে থাকা কয়েকজন প্রবাসীরা বিহাড়া আসার খবরে আতংকিত হয়ে পড়েন জনগন। পরে খবর পেয়ে বিক্রমপুর স্বাস্থ্য কেন্দ্রের একটি মেডিকেল টিম ছুটে আসেন ঘটনা স্থলে। তারা বহিঃরাজ্য থেকে আসা লোকদের নাম নথিভুক্ত করেন ও উপযুক্ত পরামর্শ প্রদান করে ছেড়ে দেন। তবে তাদের মধ্যে কেউ ভাইরাস ইনফেক্টেড আছে কিনা তা জানা যায় নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.