Header Ads

করোনা আতঙ্ক, জনশূন্য হয়ে পড়েছে মেঘালয়ের শৈল শহর শিলংয়ের রাস্তাঘাট

জনশূন্য শিলংয়ের রাস্তাঘাট
 নয়া ঠাহর, শিলংঃ সারা বিশ্বে প্ৰভাব ফেলা মারণ রোগ করোনাভাইরাসের সংক্ৰমণ ঠেকাতে দুদিন আগে থেকেই অসমের প্ৰতিবেশী রাজ্য মেঘালয়ের সব পৰ্যটনস্থল সাময়িকভাবে বনধ করে দেওয়া হয়েছে। আগামী ৩১ মাৰ্চ পৰ্যন্ত বনধ থাকবে, এছাড়াও পরিস্থিতির পৰ্যালোচনা করে পরবৰ্তীতে বন্ধের সময়সীমা ১৫ এপ্ৰিল পৰ্যন্তও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। মেঘালয়ের পৰ্যটন বিভাগ থেকে একটি নিৰ্দেশিকায় একথা জানানো হয়েছে। 
 ছবি, সৌঃ মেঘালয়ের বিশিষ্ট সাংবাদিক মানস চৌধুরী

ফলে প্ৰায় জনশূন্য হয়ে পড়েছে শিলঙের বিভিন্ন বাজার হাট, হোটেল রেস্তোরাঁ, শিক্ষাপ্ৰতিষ্ঠানগুলি। করোনা সংক্ৰমণ ঠেকাতে সাধারণ মানুষ স্বেচ্ছায় নিজেদের হোম কোয়ারেন্টাইনে রেখেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.