Header Ads

কিছু মুদির দোকানে চড়াদামে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় হচ্ছে ...

সানি রায়,হাইলাকান্দি : দেশজুড়ে লকডাউনের তৃতীয় দিনে ও মারণব্যাধী করোনা কভিড-১৯ প্রতিরোধে জরুরীকালিন পরিষেবা চালু রাখলেও কিছু অসাধূ ব্যক্তিদের দৌরাত্ম্য রুখতে ও মারণব্যাধী ভাইরাস থেকে জনগণকে সুরক্ষা নিশ্চিত করতে অসম সরকারের ফের এক ঘোষণা।আজ সন্ধ্যায় অসম সরকারের মুখ্য সচিব এক নির্দেশনা জারি করেছে যে আগামী কাল থেকে শুধু মাত্র মুদি দোকান আর ঔষধের দোকান থাকবে খোলা। বন্ধ করে দেওয়া হবে ফলমূল- শাকসবজি ও মাছ-মাংসের দোকান। একমাত্র মুদি দোকান ই জরুরী পরিষেবা প্রদান করবে। মুদি দোকানি বিক্রি করবে ফলমূল -শাকসবজি ও পানীয় জল।মাছ-মাংসের দোকান আপাতত ৩১মার্চ অবধি থাকবে বন্ধ।এ ঘোষণার পরপরই সরকার আরো কঠোর ব্যবস্থা নিতে পারেন লকডাউনের কার্যকরী করতে। সারা বিশ্বে ত্রাস সৃষ্টিকারী মারণব্যাধী করোনা কভিড-১৯ ভাইরাস এখন আর্তনাদের ইতিহাস গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে জোরকদমে। এখনও তৈরী হয়নি করোনা কভিড-১৯ প্রতিরোধে কোনো প্রতিষেধক।তাই একটাই প্রতিষেধক গৃহবন্দী থেকে নিজেকে রক্ষা করা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.