Header Ads

দেশদ্ৰোহের মামলায় শিবসাগর পুলিশের হাতে গ্ৰেফতার হলেন কৃষক নেতা অখিল গগৈ

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৯ মাৰ্চঃ 

কৃষক নেতা অখিল গগৈকে দেশদ্ৰোহের মামলায় গ্ৰেফতার করল শিবসাগর পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচ টা নাগাদ গুয়াহাটি সেন্ট্ৰাল জেল থেকে কৃষক নেতাকে শিবসাগর পুলিশ দেশদ্ৰোহিতার অভিযোগে গ্ৰেফতার করেছে। তারা অখিল গগৈকে  ৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। গত ১৭ মাৰ্চ এনআইএ-র মামলা থেকে মুক্তি পান কৃষক নেতা।

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
শিবসাগর পুলিশ অখিলকে নিজেদের হেফাজতে রাখতে শিবসাগর চিফ জাস্টিস আদালতে আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতেই কৃষক নেতাকে আদালত শিবসাগর পুলিশের হেফাজতে দিয়েছে। টিয়ক, শিবসাগর, গৌরীসাগর, চাবুয়া সহ উজান অসমের বেশ কয়েকটি থানায়ে আগে থেকেই অখিলের বিরুদ্ধে মামলা দায়ের রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে দায়ের করা একটি মামলার ভিত্তিতেই কৃষক নেতাকে গ্ৰেফতার করা হয়েছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.