Header Ads

নির্ভয়া কাণ্ডে শুক্ৰবার ভোরে চার দণ্ডিতের ফাঁসি কাৰ্যকর হচ্ছেই

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ নির্ভয়া কাণ্ডে শুক্ৰবার ভোরে চার দণ্ডিতের ফাঁসি কাৰ্যকর হচ্ছেই । তার আগে শেষ চেষ্টাও ব্যৰ্থ অপরাধী পবন গুপ্তর। ২০১২ সালের ডিসেম্বরে ঘটনার সময় সে নাবালক ছিল বলে সুপ্ৰিম কোৰ্টে আবেদন করেছিল পবন। বৃহস্পতিবার সেই আবেদনও খারিজ করে দিয়েছে আদালত।

নিজেদের ফাঁসির আদেশ রুখতে আর কোনওভাবেই আদালতের কাছে আবেদন করতে পারবে না নির্ভয়া কাণ্ডের চার দোষী পবন গুপ্ত, মুকেশ সিং , অক্ষয় ঠাকুর ও বিনয় শর্মা বলে জানিয়ে দিল দিল্লি আদালত । এমনকি মৌখিক শুনানিতেও রাজি হননি ছয় বিচারপতির বেঞ্চ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
দিল্লি আদালতের অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রাণাকে বৃহস্পতিবার সরকারি  আইনজীবী জানিয়েছেন, দুই দোষী পবন গুপ্ত ও অক্ষয় ঠাকুরের দ্বিতীয়বারের জন্য ক্ষমাভিক্ষার আবেদন খারিজ হয়ে গেছে । বুধবার চার দোষীর মধ্যে তিনজন দিল্লি আদালতে আবেদন করেছিল, যাতে তাদের ফাঁসির সাজা স্থগিত করা হয় । কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গেছে ।  দণ্ডিতদের কাছে এবার আর কোনও সুযোগ নেই।

শুক্রবার তিহাড় জেলে ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হওয়ার কথা রয়েছে চার দোষীর ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.