Header Ads

করোনা ভাইরাস, 24 মার্চ বিধানসভা বসবে, মুখ্যমন্ত্রী সহ সকলকে গাড়ি ছেড়ে পায়ে হেঁটে বিধানসভায় প্রবেশ করতে হবে



অমল গুপ্ত, গুয়াহাটি : বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রামিত হয়েছে,  সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এই সব মাথায় রেখে নানা নীতি নির্দেশনা জারি করে বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী আগামী 24 মার্চ থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু করার কথা ঘোষণা করেন। গত 2 মার্চ থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে, ডি আর এস সি বৈঠকের জন্যে 13 মার্চ থেকে 23 মার্চ পৰ্যন্ত স্থগিত ছিল, আবার 24 মার্চ থেকে 30 মার্চ পৰ্যন্ত চলবে। অধ্যক্ষ গোস্বামী জানান,  কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রী থেকে সকল মন্ত্রী বিধায়ক, সাংবাদিক অফিসার সকলকে বিধানসভার গেটে থার্মাল স্ক্রিনিং-এর মুখোমুখি হতে হবে। মুখ্যমন্ত্রী সহ সকল মন্ত্রী এবং নিজেও পায়ে হেঁটে বিধানসভায় ঢুকতে হবে। মন্ত্রী বিধায়ক সহ সবকে 1 মিটার ব্যবধানে বসতে হবে, একবার বসার পর কাউকে বাইরে বেরোতে দেওয়া হবে না। স্পিকার ও গভর্নরের গ্যলারীতে কাউকে বসার অনুমতি দেওয়া হবে না। অফিসারের একটি আসন ছেড়ে বসবেন, প্রতি বিভাগে মাত্র একজনকে অনুমতি দেওয়া হবে। 26 মার্চ বাজেট পাশ করা হবে। প্রতি বিল এবং  কাটমোশনে প্রতি দলের একজনকে বলার অনুমতি দেওয়া হবে। শনিবারের স্পিকার ইনিসিয়েটিভ কর্মসূচি স্থগিত রাখা হবে। অধ্যক্ষ বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যে এই পরি স্থিতিতে বিধানসভার অধিবেশনের ব্যবস্থা করতে হবে। নিজের চেম্বারে বসে ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর বলেন, ভয়ঙ্কর করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গেলে আমাদের সবকে সজাগ ও সতর্ক থাকতেই হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.