Header Ads

করোনাভাইরাসে আক্ৰান্ত হয়ে মৃত্যু হল ইরানের অন্যতম ধৰ্মীয় নেতার

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 
 
চিন ছাড়া মধ্যপ্ৰাচ্য দেশগুলোর মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরানে। ইরানে ৭২৪ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্ৰান্তের সংখ্যা ১৩ হাজার ৯৩৮ জনেরও বেশি।
এরইমধ্যে করোনায় আক্ৰান্ত হয়ে মারা গেছেন দেশটির ধৰ্মীয় পরিষদের এক প্ৰবীণ সদস্য। নাম আয়াতুল্লাহ হাশেম বাথায়ী গোলপায়েগানি। বয়স ৭৮ বছর। তিনি ছাড়াও দেশটিতে বিশিষ্ট ১২ রাজনীতিবিদের মৃত্যু হয়েছে। 
 ছবি, সৌঃ ইন্টারনেট

ইরানের সংবাদ মাধ্যম ‘ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি’ (ইরনা) সূত্ৰে জানা গেছে- দুদিন আগে কোভিড-১৯ রোগে আক্ৰান্ত হয়ে হাসপাতালে ভৰ্তি হন আয়াতুল্লাহ হাশেম বাথায়ী। শ্বাসযন্ত্ৰ বন্ধ হয়ে সোমবার তার মৃত্যু হয়।
আয়াতুল্লাহ হাশেম ছিলেন তেহরানের ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের একজন প্ৰতিনিধি। আয়াতুল্লাহ হাশেমের মৃত্যুর আগে করোনায় আক্ৰান্ত হয়ে দেশটির প্ৰখ্যাত অৰ্থনীতিবিদ এবং রাজনৈতিক বহু কৰ্মীর মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.