Header Ads

করোনাভাইরাস আতঙ্কে লোক সমাগম এড়াতে ডিমা হাসাও জেলায় সাপ্তাহিক বাজার বন্ধের নির্দেশ পার্বত্য পরিষদের

 বিপ্লব দেব হাফলং, ১৬ মার্চঃ

 বিশ্বজুরে ত্রাস সৃষ্টি করা করোনাভাইরাস আতঙ্কে এবার ডিমা হাসাও জেলায় করোনাভাইরাস প্রতিরোধে এবং সতর্কতা মূলক ব্যবস্থা মূলক হিসেবে  উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ১৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ডিমা হাসাও জেলার সরকারি বেসরকারি বিদ্যালয় কলেজ সব বন্ধ রাখার কথা ঘোষণা তো করেছেই। সোমবার ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানের সাপ্তাহিক বাজারও বন্ধের নির্দেশ দিয়েছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ।

উল্লেখ্য ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে সাপ্তাহিক বাজার বসে এতে বাইরে থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আসেন। আর এই সাপ্তাহিক বাজারে প্রচুর লোক সমাগম ঘটে তাই সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে ডিমা হাসাও জেলায় সাপ্তাহিক বজার বসার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিমা হাসাও জেলায় সাপ্তাহিক বাজার বসার ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে বলে এক নির্দেশে উল্লেখ করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নর্মাল সেক্টরের প্রধান সচিব মুকুট কেম্প্রাই। ডিমা হাসাও জেলার হাফলং পুর পর্ষদ সহ নগর সমিতির চেয়ারম্যান ও মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক ও সভাপতিদের এনিয়ে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। ইতিমধ্যে জনস্বাস্থ্য কারিগরি বিভাগে অনুষ্ঠিত চাকুরি সক্রান্ত সাক্ষাৎকার ও ২৯ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কোভিড ১৯ রোগ প্রতিরোধে ডিমা হাসাও কোন সভা সমিতি সহ লোক সমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে হাফলং রামকৃষ্ণ সেবা সমিতির ২১ ও ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া প্ল্যাটিনাম নাম জুবিলির সব অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.