Header Ads

রাজনীতির উর্ধ্বে করোনা লড়াই, মোদীর পাশে দাঁড়ানোর বার্তা সনিয়া-রাহুলের! !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
সব বিষয়েই বিজেপিকে আক্রমণ করা কংগ্রেস ও বিরোধীদের নিত্যদিনের কাজ। অবশ্য বিরোধিতার মাধ্যমে সরকারকে কাজ করতে সাহায্য করাই এক প্রকৃত বিরোধীর দায়িত্ব, এটাই গণতন্ত্র। আর দেশের কঠিন সময়ে ক্ষমতাসীন ও বিরোধীদের একজোট হওয়াটাও দেশের জন্য প্রয়োজনীয়। বর্তমানের করোনা ভাইরাসের জেরে দেশে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, সেই পরিস্থিতিতে সরকার ও বিরোধীদের একজোট হওয়ায়ই দেশের জন্য মঙ্গলময়। আর সেটাই করলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।
বিশাল বিরোধিতা সত্ত্বেও গোটা দেশকে ২১ দিনের জন্যে লকডাউন করার সিদ্ধান্তে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই সমর্থন করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। একটি চিঠি লিখে প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন যে, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এটি অত্যন্ত 'ভালো পদক্ষেপ', এই বিষয়ে 'সরকারকে সমর্থন করবে' কংগ্রেস।
সনিয়া তাঁর ৪ পৃষ্ঠার চিঠিতে লেখেন, 'কংগ্রেসের সভানেত্রী হিসাবে, আমি বলতে চাই যে আমরা এই মহামারীর সংক্রমণ রোধে কেন্দ্রীয় সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপকে সমর্থন করছি এবং আমরা সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব।'
সনিয়া আরও লেখেন, 'এই চ্যালেঞ্জিং ও অনিশ্চিত সময়ে আমাদের প্রত্যেকেরই উচিত পক্ষপাতদুষ্ট স্বার্থের উর্ধ্বে উঠে দেশের এবং প্রকৃতপক্ষে মানবতার স্বার্থে নেওয়া পদক্ষেপকে সম্মান করা। কংগ্রেস দল এই ব্যাপারে সরকারকে "পূর্ণ সমর্থন এবং সহযোগিতা" দেবে।'
এদিকে করোনা ভাইরাস মোকাবিলায় কেন্দ্র প্রথম সঠিক পদক্ষেপ নিয়েছে। এমনই মন্তব্য করে মোদী সরকারের প্রশংসা করলেন রাহুল গান্ধী। এর আগে দেশে ২১ দিনের লকডাউনে অবিলম্বে গরিবদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী। আজ সেই পথে হেঁটে আর্থিক প্যাকেজের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
কয়েকদিন আগেই দেশে বাড়তে থাকা করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাহুল গান্ধী তোপ দেগেছিলেন কেন্দ্রকে উদ্দেশ্য করে। এক টুইটে রাহুল গান্ধী দাবি করেছিলেন যে ভারতের কাছে নিজেকে প্রস্তুত করার অনেক সময় ছিল কিন্তু প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে।
মায়ের পথে হেঁটেই এদিন রাহুল গান্ধী এদিন টুইট করে লেখেন, 'দেশে করোনার সংক্রমণ রুখতে আজকের এই আর্থিক প্যাকেজ কেন্দ্রের তরফে প্রথম সঠিক পদক্ষেপ। ভারত তাদের কৃষকদের কাছে ঋণী। আমাদের দেশের দিনমজুর থেকে সাধআরণ জনগণ, মহিলা, সবার কাছে আমরা ঋণী। এই লকডাউনের বোঝা তাদের বইতে হচ্ছে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.