Header Ads

নিউহাফলং স্টেশনে রেল যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য বৃহস্পতিবার থেকে নিয়োগ করা হয়েছে চিকিৎসকের দল

    বিপ্লব দেব, হাফলং, ১৯ মার্চ                         


সমগ্র বিশ্বজুরে এখন করোনা ভাইরাসের ত্রাস। আর এই করোনা ভাইরাস কভিড ১৯ রোগ প্রতিরোধে অসমে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগ বিভিন্ন রেল স্টেশন এবং বাস ডিপোতে চিকিৎসকের দল নিয়োগ করার নির্দেশ দেওয়ার পর অবশেষে পাহাড় লাইনের রেল স্টেশন গুলিতে যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্থেপতিবার থেকে নিউহাফলং স্টেশনে রেল যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে ডিমা হাসাও জেলার স্বাস্থ্য বিভাগ।

 ডিমা হাসাও জেলার নিউহাফলং সহ  কোনও স্টেশনে বুধবার পর্যন্ত স্বাস্থ্য বিভাগ কোন চিকিৎসকের দল নিয়োগ করেনি এমন খবর বৃহষ্পতিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরই বৃহষ্পতিবার থেকেই নিউহাফলং স্টেশনে স্বাস্থ্য বিভাগ চিকিৎসক স্বাস্থ্য কর্মীর দল নিয়োগ করে। নিউহাফলং স্টেশনে আজ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে ক্ষোধ ডিমা হাসাও জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের যুগ্ম সঞ্চালক ডঃ দিপালী বর্মন স্টেশনে সব কিছু তদারকি করতে দেখা যায়। ট্রেনে বাইরে থেকে আসা রেল যাত্রীদের স্ক্রিনিং করার পরই স্টেশন থেকে বাইরে যেতে দেওয়া হচ্ছে। এদিকে ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া হাফলং সিভিল হাসপাতাল পরিদর্শন করে আইসোলেশন বিভাগ পরিদর্শন করে সব কিছু খতিয়ে দেখেন। জেলাশাসক বলেন কোয়ারেন্টাইনের জন্য ইন্ডোর স্টেডিয়াম ব্যবহার করা হবে। এবং এতে ৪০ টি বিছানা রাখার ব্যবস্থা করা হবে। জেলাশাসক অমিতাভ রাজখোয়া জানান বৃহষ্পতিবার থেকে নিউহাফলং স্টেশনে চিকিৎসক স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হয়েছে রেল যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য। এদিকে করোনা ভাইরাসের আতঙ্কে হাফলং শহর প্রায় জনশূন্য হয়ে পড়েছে। বিনা কাজে কেউ বাইরে বেরোতে চাইছে না। বাজার হাটে লোক সমাগম কমে গেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.