Header Ads

২২ বিধায়কের ইস্তফা--রাজভবনে ফিরেই কমলনাথকে ডাকবেন ছুটিতে থাকা রাজ্যপাল !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
কর্ণাটকের কথা মনে পড়ছে এই মুহূর্তে। কুমারস্বামী নেতৃত্বাধীন জোট সরকার থেকে এক ঝাঁক বিধায়ক পদত্যাগ করে জোট সরকারকে সংখ্যালঘু করে দিয়ে বিজেপিকে ক্ষমতায় ফেরার পথ সুগম করে দিয়েছিল। তখনও সংখ্যতত্ত্বের বিচারে বিজেপি এগিয়ে ছিল। বিজেপি ক্ষমতায় ফেরার পর যে উপনির্বাচন হয় তাতে বিপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। মধ্যপ্রদেশেও হুবহু সেই ঘটনাই ঘটতে চলেছে। ১০৭ জন বিধায়খ নিয়ে বিজেপি ক্ষমতায় ফিরবে--তারপর উপনির্বাচন হবে এবং সেই উপনির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে স্থায়ী সরকার চালিয়ে যাবে !
জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ত্যাগের পরই মধ্যপ্রদেশ বিধানসভা থেকে ২২ বিধায়কের ইস্তফার ফলে রাজভবনে তৎপরতা তুঙ্গে উঠেছে। মধ্যপ্রদেশের গভর্নর লালজি ট্যান্ডন জানিয়েছেন, তিনি মধ্যপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রেখেছেন এবং ভোপালের রাজভবনে পৌঁছনোর পরই তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ট্যান্ডন বর্তমানে পরিবারের সাথে হোলি উদযাপন করতে লখনউতে রয়েছেন। 

মঙ্গলবার মধ্যপ্রদেশের পরিস্থিতি আচমকাই বদলে যাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। রাজভবনে না থাকলেও মধ্যপ্রদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি
নজর রাখছেন বলেও জানান। তিনি কবে ভোপালে ফিরবেন
জানতে চাইলে ট্যান্ডন বলেন, পরিবারের সঙ্গে হোলি পালনের
জন্য তিনি ১২ মার্চ পর্যন্ত ছুটিতে আছেন। এরপরই ভোপালে ফিরে তিনি শাসকদলকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য আহ্বান করবেন।
বর্তমানে কমলনাথ সরকার বেকাদায় পড়েছে। ২২ জন বিধায়ক ইস্তফা দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। এদিন রাহুল গান্ধীর ডান হাত বলে পরিচিত জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ছাড়ার পর মধ্যপ্রদেশের কমলনাথ সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। ইতিমধ্যেই ২২ জন বিধায়ক ইস্তফা দিয়েছেন। ফলে এই মুহূর্তে মধ্যপ্রদেশে সংখ্যালঘু কংগ্রেস সরকার। ফলে যে কোনও সময়ে কমলনাথের বিরুদ্ধে অনাস্থা আনতে পারে বিজেপি।
মধ্যপ্রদেশের ২৩০ বিধায়কের মধ্যে দুটি পদশূন্য। অর্থাৎ মধ্যপ্রদেশে বিধায়ক সংখ্যা এখন ২২৮ জন। তার মধ্যে ২০ জনের বিধায়ক পদ খারিজ হবে দলত্যাগ আইনে। অর্থাৎ সংখ্যাটা দাঁড়াবে ২০৮। সেই হিসেবে ম্যাজিক ফিগার হবে অর্ধেকের একটি বেশি অর্থাৎ ১০৫।
কংগ্রেসের আসন সংখ্যা ছিল ১১৪। ২০ জন অপসারিত হওয়ায় তাঁদের শক্তি এক লাফে কমে দাঁড়াচ্ছে ৯৪। সহযোগী ৬ বিধায়কের আবার দেখা নেই। তাঁরা বেপাত্তা রয়েছেন। এই অবস্থায় বিজেপির শক্তি অটুট আছে। অটুট আছে তাদের ১০৭ বিধায়কও--কাজেই মধ্যপ্রদেশে বিজেপি মুখ্যমন্ত্রীর শপথ নেওয়া এখন কয়েখদিনের অপেক্ষা মাত্র !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.