Header Ads

বিপদের সময় বন্ধুত্বের হাত মোদীর, প্রশংসা চিনের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 10 ফেব্রুয়ারি
গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনের রাষ্ট্রপতি শিক্ষক জিনপিংকে চিঠি দিয়ে  বলেছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত চিনের বিপদের দিনে ভারত সব রকমের সাহায্য করতে প্রস্তুত । ভারতের এই হাত বাড়িয়ে দেওয়া দেখে স্বভাবতই খুশি চিন। সোমবার চিন সরকারের তরফে বলা হয়, বেজিংয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নয়াদিল্লি । তারা বন্ধুত্বের নজির রেখেছে । চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গুয়াং শুয়াং বলেন , করোনাভাইরাস রোগের মোকাবিলায় ভারত যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে , সেজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি ।

ছবি, সৌঃ আন্তৰ্জাল

ইতিমধ্যেই করোনাভাইরাস আক্রান্ত হয়ে চিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯০০ । সবচেয়ে খারাপ অবস্থা চিনের হুবাই প্রদেশের । হুবাইতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । হুবেইয়ের রাজধানী উহান থেকেই করোনাভাইরাস প্রথম ছড়াতে শুরু করে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.