বরফ গলার ইঙ্গিত? অমিত শাহের সঙ্গে সাক্ষাত করতে চলেছেন শাহিনবাগের প্রতিবাদীরা !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
বরফ কি তবে গলতে চলেছে? আগামিকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন শাহিনবােগর সিএএ বিরোধী আন্দোলনকারীদের প্রতিনিধিরা। এমনই খবর পাওয়া গিয়েছে। এর সঙ্গে সঙ্গেই নতুন করে জল্পনা তৈরি হলেছে। তাহলে কি দিল্লি বিধানসভা ভোটের ফলে শাহিনবাগের সমীকরণ বদলাতে চলেছে?
অমিত শাহের সঙ্গে সাক্ষাত আগামিকাল দুপুর ২টো নাগাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন শাহিনবাগের সিএএ বিরোধী আন্দোলনকারীদের প্রতিনিধি দল। সূত্রের খবর আন্দোলনকারীরাই অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য আবেদন জানিয়েছিলেন। তাতেই দুপুর ২টো নাগাদ প্রতিনিধিদের সময় দিয়েছেন অমিত শাহ। শাহিনবাগের আন্দোলনকারীরাই জানিয়েছেন তাঁরা অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন।
দিল্লিতে বিধানসভা ভোটে শোচনীয় হারের জন্য দায়ী শাহিনবাগের আন্দোলন। এ নিয়ে বিজেপি নেতাদের একের পর এক আক্রমণাত্মক মন্তব্য শোনা যাচ্ছে। অমিত শাহ নিজেই সেকথা স্বীকার করে নিয়েছেন। দিল্লি ভোটের হারের কারণ হিসেবে তিনি বলেছিলেন 'গোলি মারো', 'ভারত- পাকিস্তান ম্যাচ' এসব কথা বলা উচিত হয়নি বিজেপি নেতাদের।
কোন মন্তব্য নেই