Header Ads

চিনা পর্যটকদের মাধ্যমে ইউরোপে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা, ফ্রান্সে মৃত্যু এক চিনা নাগরিকের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 15 ফেব্রুয়ারি  
শনিবার সকালে প্যারিসের বার্নার্ড হাসপাতালে মৃত্যু হয় প্রায় ৮০ বছরের এক চিনা নাগরিকের। মৃত্যুর কারণ করোনাভাইরাস সংক্রমণ । এদিকে মৃত ব্যক্তিকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়নি। তাই ওই হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগীদের মধ্যেও করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ।

ছবি, সৌঃ আন্তৰ্জাল

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী অ্যাগনেস বুজান বলেছেন, করোনাভাইরাসের আঁতুড়ঘর হুবেই প্রদেশ থেকে ফ্রান্সে বেড়াতে এসেছিলেন ওই পর্যটক । ২৫ জানুয়ারি তাঁকে প্যারিসের হাসপাতালে ভর্তি করা হয়েছিল, নিউমোনিয়ার উপসর্গ দেখা দেওয়ায় । পরে জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত । ওই পর্যটকের করোনাভাইরাস  আক্রান্ত মেয়েকেও বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ।

বিশ্বের প্রায় পঁচিশটি দেশে করোনাভাইরাস আক্রান্তের খবর মিলেছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার  (হু) হিসাবে ১৪০০  লোক মারা গিয়েছেন। ৬৪০০০ জন আক্রান্ত । যাদের বেশিরভাগই চিনা নাগরিক ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.