বিধানসভায় সিপিএম মহিলা বিধায়ককে নজিরবিহীন আক্রমণ তৃণমূল বিধায়কের, লজ্জায় মাথা হেঁট শাসকদলের !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
রাজ্য বিধানসভায় বাজেট বক্তৃতা চলাকালীন সিপিএম বিধায়ককে কদর্য ভাষায় নজিরবিহিনী আক্রমণ শাসক দলের বিধায়কের। সিপিএম বিধায়ক জাহানারাকে ধর্ষণের হুমকি শাসক দলের
বিধায়ক নার্গিস বেগমের। জামুড়িয়ার সিপিএম বিধায়ক জাহানারাকে তৃণমূল কংগ্রেস বিধায়ক নার্গিস বেগম বলেন 'তোমাকে ধর্ষণ করা হবে'। সাংবাবিধানিক সদনে এই ধরণের কদর্য ভাষায় শাসকদলের বিধায়কের আক্রমণে প্রায় কেঁদেই ফেলেছিলেন সিপিএম বিধায়ক।
শাসক দলের বিধায়ক নার্গিস বেগম সিপিএম বিধায়ক জাহানারা খানকে ধর্ষণের হুমকি দিয়েছেন। বাজেট বক্তৃতার মাঝেই বিরোধী দলের বিধায়করা সমালোচনায় সরব হয়েছিলেন। সরব হয়েছিলে জামুরিয়ার সিপিএম বিধায়ক জাহানারা খানও। এই নিয়ে বিধানসভা উত্তপ্ত হয়ে উঠেছিল। বিরোধীদের আক্রমণের মুখে এঁটে উঠতে না পেরে সরাসরি জামুরিয়ার সিপিএম বিধায়ককে ধর্ষণের হুমকি দিয়ে বসেন মেমারির তৃণমূল বিধায়ক নার্গিস বেগম। তিনি বলেন তোমায় ধর্ষণ করা হবে। মর্মাহত জাহানারা প্রকাশ্যে শাসকদলের বিধায়কের কাছ থেকে এই কদর্য ভাষার আক্রমণে বিধানসভায় কেঁদে ফেলেছিলেন সিপিএম বিধায়ক জানানারা খান। তিনি বলেন একথা শুনে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে।
স্পিকার বিধানসভায় সংযত আচরণ করতে বলেন, অথচ শাসক দলের বিধায়কের মুখ দিয়েই অসংযত ভাষা বেরিয়ে আসছে। যদিও সর্বসমক্ষে পরে জাহানারার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন নার্গিস বেগম।
বিধানসভার মধ্যে মেমারির বিধায়কের এই ভাষার ব্যবহারের সমালোচনা করেছেন তাঁর দলের বিধায়করাই। ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়রা সঙ্গে সঙ্গে সমালোচনা শুরু করেন নার্গিসের। এই মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়ে দেন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। এই নিয়ে স্পিকারের কাছে নালিশ জানান বিরোধী দলের বিধায়করা। পরে অবশ্য নার্গিস সাফাই গেয়ে বলেছেন মুখ ফস্কে তিনি একথা বলে ফেলেছেন। ধর্ষণের বিষয়টি পরে আলোচনা হবে সেটাই নাকি তিিন বলতে চেয়েছিলেন !
কোন মন্তব্য নেই