কেজরির শপথে প্রধান অতিথির আসনে অটো ড্রাইভার, পিওন, সাফাই কর্মীরা !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হয়ে তৃতীয়বারের জন্য শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। শপথ গ্রহণ অনুষ্ঠানে জনপ্রিয় তারকা, নামজাদা নেতা-মন্ত্রীদের উপস্থিতি নতুন নয়। কিন্তু, কেজরিওয়ালের শপথে প্রধান অতিথিদের চেয়ারে থাকবেন অটো ড্রাইভার, পিওন থেকে সাফাই কর্মীরা। সরকার চালাতে নেতা মন্ত্রীদের পাশাপাশি যারা অক্লান্ত পরিশ্রম করেন তারাই হবেন কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। এছাড়াও এই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আপের বিশেষ অতিথিরা।
অন্যদিকে, আপ নেতা তথা দিল্লির মন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন, 'সরকার চালাতে গত পাঁচ বছর বিভিন্নভাবে সহায়তা করেছেন এমন ৫০ জন রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।এছাড়াও আমন্ত্রিত রয়েছেন, দিল্লি সরকার পরিচালিত স্কুলের শিক্ষক, পড়ুয়া, মহল্লা চিকিৎসক, বাইক অ্যাম্বুল্যান্সের চালক, দমকল কর্মী, পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা সহ বাস-অটো মেট্রো চালকরাও। এর ফলে সরকারের কাজে নিমন্ত্রিতদের আগ্রহ ও একাগ্রতা বাড়বে বলে মনে করছেন আপ নেতৃত্ব। যদিও, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকেই শপথে আমন্ত্রণ জানানো হয়নি বলেই জানা যাচ্ছে।
কোন মন্তব্য নেই