হাইলাকান্দিতে আয়োজিত হচ্ছে : "প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র"-র অনুষ্ঠান...
জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : আগামী 19 ফেব্রুয়ারী, হাইলাকান্দির "প্রধানমন্ত্রী কৌশল
কেন্দ্র" কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে, "প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র" যোজনার অধীনে
এক বিরাট অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ কৃপানাথ
মালাহ। তাছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন হাইলাকান্দির ডিসি, এসপি সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে
সবার উপস্থিতি কামনা করছেন হাইলাকান্দির "প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র"
এর সকল সদস্য তথা কর্মীবৃন্দরা।
কোন মন্তব্য নেই