Header Ads

জে কে রাওলিংয়ের পরবর্তী উপন্যাসের প্রধান চরিত্রে এবার বাংলার যুবক !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 

এবার বাংলার যুবকের ঘরে হ্যারি পটারের রচয়িতা খোদ জে কে রাওলিংয়ের হানা। শুনে কিছুটা চমকে গেলেও এটাই সত্যি। রাওলিংয়ের পরবর্তী উপন্যাসের প্রধান চরিত্রে এবার পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের ট্যুরিস্ট গাইড নেত্রপ্রসাদ শর্মা !

সূত্রের খবর, বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের পাম্পু বস্তি থেকে দশম শ্রেণীতে অকৃতকার্য হওয়ার পর ট্যুর গাইডের কাজ করতেন নেত্রপ্রসাদ। অন্যদিকে, কিছুদিন আগেই একটি ফোন কল মারফৎ তিনি জানতে পারেন জে কে রাওলিং তার সঙ্গে দেখা করতে চান। পরবর্তীতে এই প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, "আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি যে, যিনি আমায় ডেকেছেন তিনি হ্যারিপটারের রচয়িতা বিশ্বখ্যাত জে কে রাওলিং"। শুধু ডাকই নয় পাশাপাশি, জেকে রাওলিং নেত্রপ্রসাদকে জানান তাঁর আসন্ন উপন্যাসের প্রধান চরিত্র হতে চলেছেন তিনি। ইতিমধ্যেই উপন্যাসের কাজের জন্য বক্সা থেকে ক্যালিফোর্নিয়া উড়ে যেতে চলেছেন নেত্রপ্রসাদ। 

পাশাপাশি তাদের থাকা খাওয়া এবং যাতায়াতের সমস্ত খরচের দায়িত্বও এই বিশ্বখ্যাত লেখিকা নিয়েছেন বলেও জানা যাচ্ছে। এদিকে বক্সা থেকে ক্যালিফোর্নিয়া যাত্রার গল্পটিও নেহাৎ কম নয়। প্রায় একবছর আগে মার্কিন ৬ শিক্ষার্থী টাইগার রিজার্ভ ফরেস্ট ভ্রমণে আসার পরেই তাদের পরিচয় হয় নেত্রপ্রসাদের সাথে। শর্মার বন্যপ্রাণীদের সম্পর্কে জ্ঞান ও কাজের প্রতি দক্ষতা দেখে ওই ছয় শিক্ষার্থী ভীষণভাবে অভিভূত হন। এরপর ভ্রমণ শেষের পরেও প্রায় ১ ঘন্টা নেত্রপ্রসাদের কাজের অভিজ্ঞতা, এবং তার পারিবারিক দুর্দশার কথা সহ বিভিন্ন অজানা তথ্য ওই ছয় পড়ুয়া ক্যামেরাবন্দী করেন।
এই প্রসঙ্গে নেত্রপ্রসাদ শর্মা জানান, "এরকম কত পর্যটকই তো আসেন, ওনারাও চলে যাওয়ার পর আমি নিজের পেশায় ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং ভুলেও গেছিলাম ওদের কথা। হঠাৎই প্রায় একবছর পর তাদের একজন ফোন করে জানান রাওলিং আমার সাথে কথা বলতে চান, যা আমার কাছে প্রায় স্বপ্নের মতো অবিশ্বাস্য।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.