Header Ads

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ ও মকড্রিল অসমের হাফলঙে

  বিপ্লব দেব, হাফলং ৩ ফেব্রুয়ারিঃ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার ক্ষেত্রে জরুরিকালীন ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে ডিমা হাসাও জেলার দূর্যোগ মোকাবিলা বিভাগের উদ্যোগে ও অসম দূর্যোগ মোকাবিলা বিভাগ দিসপুরের ব্যবস্থাপনায় সোমবার থেকে চারদিন ব্যাপী প্রশিক্ষণ ও মকড্রিল শুরু হয়েছে।


বিভিন্ন সরকারি স্কুল পুরনো বিল্ডিং গুলি বেছে নেওয়া হয়েছে মকড্রিলের জন্য। কারন প্রাকৃতিক বিপর্যয় ও ভূমিকম্পের মত ঘটনা সংগঠিত হলে জরুরিকালীন ভিত্তিতে উদ্ধার অভিযান ও চিকিৎসা ব্যবস্থা গ্রহন করা যায় এনিয়ে হাফলং মাইবাং মাহুর উমরাংসোতে চারদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার হাফলং জেলাগ্রন্থাগার প্রেক্ষাগৃহে এই চারদিনব্যাপী কার্যসূচির উদ্বোধন করেন ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া বলেন প্রাকৃতিক বিপর্যয় যে কোনও সময়ই ঘটতে পারে তাই এনিয়ে সতর্ক থাকা জরুরি। কারণ প্রাকৃতিক বিপর্যয় কাউকে জিজ্ঞেস করে আসেনা। তিনি বলেন এবারই প্রথমবার ডিমা হাসাও জেলায় জরুরিকালীন ভিত্তিতে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা কিভাবে করতে হয় এনিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং আগামী ৬ ফেব্রুয়ারি হাফলং সহ চারটি জায়গায় বিভিন্ন সরকারি স্কুলে মকড্রিল করা হবে জানান জেলাশাসক অমিতাভ রাজখোয়া। আজ হাফলং শহরের আবর্ত ভবনে হাফলং সাংস্কৃতিক ভবনে হাফলং সরকারি উচ্চতর বালক বিদ্যালয়ে এবং গাডাইন রাজি কমিইউনিটি হলে হঠাৎ করে ভূমিকম্প ও প্রাকৃতিক বিপর্যয় ঘটলে উদ্ধার অভিযান ও দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা যায় এনিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা চিকিৎসক নার্স ও পুলিশ দমকল বাহিনীকে এনডিআরএফ এসডিআরএফ বাহিনী ও দূর্যোগ মোকাবিলা বিভাগের বিশেষজ্ঞ দল প্রশিক্ষণ প্রদান করে। এদিন জেলাগ্রন্থাগার প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমা হাসাও জেলার পুলিশসুপার বীর বিক্রম গগৈ অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুং স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের যুগ্ম সঞ্চালক ডঃ দিপালী বর্মন ডঃ পরিক্ষিত বর্মন সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগ জলসিঞ্চন কৃষি ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের আধিকারিক ও অসম দূর্যোগ মোকাবিলা বিভাগের আধিকারিক সহ ইউনিসেফের প্রতিনিধিরা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.