Header Ads

মুখ্যমন্ত্রী আবার শান্তি আলোচনার জন্য আলফাকে আহবান, আলোচনার লক্ষ্যে আলফা পি সি জি গড়বে


অমল গুপ্ত, গুয়াহাটি : আলফার কমান্ডার ইন চিফ পরেশ বরুয়া কেন্দ্রের সঙ্গে শান্তি আলোচনার সূত্রপাত করার জন্যে আগের মতো পিপলস কনসাল টেটিভ গোষ্ঠী তৈরি করবেন। গতকাল অসম সাহিত্য সভার পর আজ দিল্লি যাওয়ার প্রাক্কালে সার্থ্যেবাড়ি কৃষ্ণগুরু আশ্রম থেকে আলফার কমান্ডার ইন চিফ পরেশ বরুয়ার কাছে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। তিনি আলফার উদ্দেশ্যে বলেন, আপনারা শান্তি আলোচনায় বসুন, আপনাদের মর্যাদা সহকারে, উপযুক্ত সম্মান দিয়ে কেন্দ্রীয় সরকার আলোচনায় বসবে। অসমের শান্তি সুনিশ্চিত হলে, সার্বিক উন্নতি ও ত্বরান্বিত হবে। আসু নেতৃত্বও আলফাকে উপযুক্ত মর্যাদা দিয়ে আলোচনা শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আহবান জানিয়েছে। আলফা 2005 সালে বিশিষ্ট লেখিকা মামনি রাইসম গোস্বামীকে মধ্যস্থতাকারী হিসাবে নিয়ে 11 সদস্যর পি সি জি বানিয়েছিল, পরে তার মৃত্যুর পর পরেশ বরুয়ার ঘনিষ্ট রেবতী ফুকনকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার পরেশ বরুয়া বিশিষ্ট সাংবাদিক হায়দর হোসেনকে এই দায়িত্ব দিতে চাইছেন, আজ তিনি সাংবাদিকদের বলেন, তার সঙ্গে পরেশ বরুয়ার  আগে যোগাযোগ ছিল, এখন তাদের মনোভাব পাল্টিয়েছে, তাই তিনি কিছু করে উঠতে পারবেন না। পি সি জি-র প্রাক্তন সদস্য হিরণ্য শইকিয়া আলোচনা সম্পর্কে বলেন, আলফা সার্বভৌমত্বের শর্তে আলোচনা দাবি করেছেন, সেই শর্তে আলোচনা চালাতে বাধা কোথায়? আলোচনা করলেই সার্বভৌমত্ব দিতে হবে এমন কোনো কথা নেই। তিনি বলেন, রাজ্যের শান্তির লক্ষ্যে কেন্দ্রের উচিত আলোচনা শুরু করা। পরেশ বরুয়াকে উদ্ধৃতি দিয়ে এক জাতীয় ইংরেজি ম্যাগাজিন দাবি করেছে আগামী এপ্রিল মাসে রঙালী বিহুৰ আগে আলফা কেন্দ্রের সঙ্গে আলোচনার টেবিলে বসবে। দিল্লির বিধানসভা নির্বাচনে প্রচারাভিযানে অংশ গ্রহন করার জন্যে মুখ্যমন্ত্রী আজ আলফাকে আলোচনার টেবিলে বসার আহবান জানান, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লি যাওয়ার আগে জানান আলফার সঙ্গে আলোচনা শুরু করার জন্যে কেন্দ্রকে অনুরোধ করবে। আগামী 7 ফেব্রুয়ারি এন ডি এফ বি-র বিজয় দিবস কোকড়াঝারে অনুষ্ঠিত হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দিবসে অংশগ্রহণ করবে বলে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। ওই সময়ে কাজিরঙাতে শ্রীমন্ত শঙ্কারদেব সংঘের 89তম অধিবেশন চলবে, প্রায় 30 লক্ষ মানুষের জমায়েত হবে, সেই বিশাল সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী কা আন্দোলন বিরোধীদের কাছে কিছু বার্তা দেবেন এবং এন ডি এফ বি-র বিশাল জমায়েত থেকে আলোচনার টেবিলে বসার জন্য আলফার কাছে আহবান জানাবেন, দিসপুরের পূর্বাভাস সেরকমই, আলফা আর কা হবে প্রধানমন্ত্রীর বার্তা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.