Header Ads

রাজ্য, রাজ্যপাল নজিরবিহীন জটিলতা! বিধানসভায় খসড়া ভাষণ নিয়ে আপত্তির পর বাজেট নিয়ে 'নতুন' দাবি !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 

বাজেট অধিবেশনের ভাষণের খসড়ার পরিবর্তনের আর্জির পর রাজ্যপাল এবার দেখতে চাইলেন পূর্ণাঙ্গ বাজেট। যা নিয়েই বাজেট অধিবেশনের আগে রাজ্য-রাজ্যপাল নজিরবিহীন জটিলতা তৈরি হয়েছে। যদিও রাজ্যে বক্তব্য হল বাজেট হল গোপন নথি। তাই রাজ্যপালকে তা দেখানো সম্ভব নয়।
সূত্রের খবর অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায় যখন রাজভবনে গিয়েছিলেন, তখন অর্থ বিল দেখতে চেয়েছিলেন রাজ্যপাল। এরপর বাজেটে প্রকল্পের অর্থ সংস্থান সহ গোটা বাজেটই রাজ্যপাল দেখতে চান বলে সূত্রের খবর। রাজ্যের বক্তব্য বাজেট হল গোপন নথি। বাজেট পেশের আগে যা মন্ত্রিসভাতে দেখানো যায় না, তা রাজ্যপালকে দেখানো সম্ভব নয়।

দিন তিনেক আগে রাজভবনে গিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজজভন থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক। আগে প্রতিদিন রাজভবনে আসলেও, এখন সময়ের অভাবে তিনি আসতে পারেন না। পরিষদীয় মন্ত্রী হিসেবে তাঁর একটা কর্তব্য আছে বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল প্রথামাফিক ভাষণ দেন। এপ্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী জানান, ৭ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন। সেটা জানানোটা তাঁর কর্তব্যের মধ্যে পড়ে।
শিক্ষামন্ত্রী তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। দুঘন্টা ধরে তাঁরা আলোচনা করেন। এই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব তথা রাজ্যপালের সচিব সতীশচন্দ্র তিওয়ারি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.