Header Ads

বিজেপির বাধা সত্ত্বেও নাগরিক পরিষদের সভা সফল



নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : বিজেপি-র বাধা সত্ত্বেও এক নম্বর ওয়ার্ডে বদরপুর পুর উন্নয়ন নাগরিক কমিটির সভা সফলভাবে সম্পন্ন। সোমবার নাগরিক কমিটির ডাকে হনুমান মন্দিরের পাশে 1 নম্বর ওয়ার্ডের  নাগরিকরা স্থানীয় এক কমপ্লেকসে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে জমা হয়েছিলেন। কিন্তু বদরপুরের বিজেপি কর্মীদের বাধায় তাঁদের বেশির ভাগই সভাস্থলে ঢুকতে পারেননি। বাধা সত্ত্বেও অবশ্য সভায় লোক মন্দ হয়নি। যারা এসেছিলেন তাঁরা সবাই বিজেপি বোর্ডের অকর্মণ্যতা সহ বিজেপি কর্মীদের সভা  করতে বাধা দেওয়ার তীব্র নিন্দা করেন। পানীয় জলের সমস্যা প্রতিটি ওয়ার্ডে। এক দিন অন্তর জল সরবরাহ করা হয়। বদরপুরের ছাপ্পান্ন বছরের পুরো ইতিহাসে এটাই সবচেয়ে অকর্মণ্য বোর্ড। অথচ কর্মীরা নির্বাচিত প্রতিনিধিদের কাজ করতে বাধ্য করার বদলে যারা এদের অকর্মণ্যতার সমালোচনা করছেন, ভুল ধরিয়ে দিচ্ছেন তাঁদের বাধা দিতে ব্যাস্ত! এ কোন দেশী রাজনীতি। এ কোন সংস্কৃতি ভক্তরা এই রেল শহরে আমদানি করছেন? প্রশ্ন তুলেছেন নাগরিক পরিষদের কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.