Header Ads

মহাসড়কের লাংটিংয়ের কাছে টাটা মোবাইল ও বলেরোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতর ভাবে আহত ৯

বিপ্লব দেব, হাফলং ৪ ফেব্রুয়ারিঃ
 ডিমা হাসাও জেলায় মঙ্গলবার এক সড়ক দূর্ঘটনায় গুরুতর ভাবে ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি সংগঠিত হয় শিলচর-সৌরাষ্ট্র মহাসড়কের লাংটিং থানার ২ কিলোমিটার দূরবর্তী এলাকায়। জানা গেছে মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ গুয়াহাটি থেকে হাফলং আসার পথে এএস০১বিপি ৩২৩৩ নম্বরের বলেরো গাড়ীর সঙ্গে লাংটিং থেকে লামডিং অভিমুখে যাওয়া এএস০২বিসি ৯৭৯৬ নম্বরের টাটা মোবাইলের মুখোমুখি সংঘর্ষে বলেরো গাড়ীতে থাকা ৬ জন যাত্রী ও টাটা মোবাইল গাড়ীতে থাকা ৩ জন যাত্রী গুরুতর ভাবে জখম হয় খবর পাওয়া গিয়েছে। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই লাংটিং পুলিশ অকূস্থলে উপস্থিত হয়। আহতদের উদ্ধার করে লাংটিং মডেল হাসপাতালে পাঠায়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আহতদের সবাইকে হাফলং সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে হাফলং সরকারি হাসপাতালে। এদিকে দুর্ঘটনা আহত সবার নাম জানা না গেলে ও  চার যাত্রীর নাম জানা গিয়েছে। এরা হলেন যথাক্রমে অনিতা ছেত্রী,নারায়ন ছেত্রী,শ্যাম ছেত্রী ও মায়া ছেত্রী।

No comments

Powered by Blogger.