Header Ads

কিশোরদের হতাশা কাটাতে দেশজুড়ে অ্যাডভান্স হেলথকেয়ার ফাউন্ডেশনের সম্মেলননয়া ঠাহর প্রতিবেদন, দেরাদুন : অ্যাডভান্স হেলথকেয়ার ফাউণ্ডেশন যারা বয়ঃসন্ধিতে সদ্য পড়েছে তাদের মানসিক বিকাশের জন্য দেশজুড়ে সম্মেলনের আয়োজন করবে। সদ্য উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত এরূপ এক সম্মেলনে এ সংবাদ জানালেন সংস্থার জাতীয় উপদেষ্টা রত্নজ‍্যোতি দত্ত। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীরা বিভিন্ন মানসিক চাপ ও হতাশার শিকার হয়। সাম্প্রতিক বেশ কিছু ঘটনাই তার প্রমাণ। সম্মেলনে উত্তরাখন্ড বিধানসভার অধ্যক্ষ প্রেমচাঁদ আগরওয়াল নিজের বক্তব্যে সাম্প্রতিক দিল্লিতে 'ভারত তেরে টুকরে হঙ্গে' স্লোগানের উদাহরণ টেনে বলেন দেশের কিশোর বা যুব সমাজ কী ধরনের মানসিক অবসাদে আজকাল ভুগছে তা এ ঘটনা থেকে বোঝা যায়।

No comments

Powered by Blogger.