Header Ads

শ্রীমন্দির প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব হাইলাকান্দি সৎসঙ্গ বিহারে



নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি: শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীমন্দির 34তম প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব গত বৃহস্পতিবার অনুষ্ঠান সৃচী মতে মহাসমারোহে মাঙ্গলিক অনুষ্ঠাদির মাধ্যমে  হাইলাকান্দি সৎসঙ্গ বিহারে পালিত হলো। লোকারণ্য ছিল সৎসঙ্গ বিহার প্রাঙ্গন। অনুষ্ঠানসূচীর মাধ্যমে  ঊষা কীর্তন নগর পরিক্রমা,বেদমাঙ্গলিকী/নহবৎ, শ্রীমন্দির প্রতিষ্ঠার উদ্ভোধন ঘোষণা,  ধর্মসভায় আলোচনার বিষয় ছিল 'সৎসঙ্গ উপযোজনা কেন্দ্রের বাস্তব রূপায়ণে আচার্য্য নির্দ্দশ' নিয়ে। আলোচনায়  সভাপতিত্ব করেন স:হ:প: ঋত্বিক প্রবীর কুমার মজুমদার। আলোচনায় অংশ নেন স:হ:প:ঋত্বিক সুব্রত দেব,নয়ন মঙ্গল চৌধুরী,পিনাকি কিশোর দাস ও প্রাক্তন আসামের মন্ত্রী গৌতম রায় সহ  যাজক অঞ্জন দে প্রমুখ।  তারপর সান্ধ্য বিনতি প্রার্থনা, প্রণাম, নামযপ,সদ্ গ্রন্থাদিপাঠ, আলোকসজ্জা তৎপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহোৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.