অরূপ নাগ, তুরা : 10
দিন ব্যপি আয়োজিত day
and night cricket tournament
তুরা parade
গ্রাউন্ডে সমাপ্ত হল। পূজা
কমিটির সিলভার জুবিলী উপলক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় winmark
ক্লাব southwest cricket
ক্লাবকে পরাজিত করে। মেঘালয়,
আসাম,
বিহার,
ঝাড়খন্ড ও বেঙ্গলের খেলোয়াড়রা অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতার
শুরুতে তুরা শহরের DC,
DIG
ও SP
উপস্থিত ছিলেন ও ডিসি xi
ও DIG xi
ম্যাচ দিয়ে শুরু হয়। winmark
ক্লাব এবার নিয়ে পরপর 4
বার এই টুর্নামেন্টে জয়ী হয়। এবারের champion
-এর প্রাইজ money
ছিল এক লক্ষ টাকা। সিলভার
জুবিলী উপলক্ষ্যে wash theme
নিয়ে তুরা শহর ও পর্শবর্তী
এলাকায় অনেকগুলো টয়লেট বানাবেন। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মুখ্য অথিতি প্রাক্তন
MLA
ও মেঘালয় সরকারের co chairman Billykid
A
Sangma
এবং মেঘালয় ক্রিকেট association
-এর president Danny ch Marak,
B P joshi,
sengrakchi sangma,
Saidul,
Arup Nag,
souvik sanyal
এবং সবাই মিলে
জয়ীদের পুরস্কার বিতরণ করেন।
কোন মন্তব্য নেই