Header Ads

বাজেটের দিনেই ব্যাংক ধর্মঘট, মাসের প্রথম দিনেই নিরাশ ব্যাংক গ্রাহকরা



নয়া ঠাহর : ব্যাংক ধর্মঘটের আজ দ্বিতীয় দিনেও ব্যাহত ব্যাংক পরিষেবা। অধিকাংশ এটিএম পরিষেবা বন্ধ। চরমে গ্রাহক হয়রানি। মাসের প্রথম দিনেই টাকা তুলতে এসে নিরাশ হয়ে খালি হাতে ফিরতে হয় অসংখ্য গ্রাহকদের।
2020 সালের 1 ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ আর আজকের দিনেই ব্যাঙ্ক ধর্মঘট। মাস শেষের মত মাস পয়লাতেও অব্যাহত গ্রাহক হয়রানি। শনিবার দ্বিতীয় দিনের ব্যাংক ধর্মঘটে ব্যাহত ব্যাঙ্ক পরিষেবা। বেশিরভাগ এটিএম আজ বন্ধ ছিল। মাইনে কিংবা পেনশন তোলা, টাকা তুলতে এসে খালি হাতেই ফিরতে হয় সকলকে। বেতন-বৃদ্ধি সহ একাধিক দাবিতে ধর্মঘট পালন করল ব্যাংক কর্মীরা। শহরের এদিক ওদিক বিভিন্ন জায়গায় ব্যাংকের ঝাঁপ বন্ধ। ব্যাঙ্কের গেটের সামনে পিকেটিং। স্লোগান ব্যাঙ্ক কর্মী ও অফিসার সংগঠনগুলির। ভোগান্তির এখানেই শেষ নয়। দাবি না মিটলে, মার্চে ফের তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক সংগঠনগুলির যৌথ মঞ্চ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.