Header Ads

এনআরসি নিয়ে কেন্দ্র পিছিয়ে গেল



নয়া ঠাহর প্রতিবেদন, দিল্লি : গোটা দেশের সব কোণাতেই NRC বিরোধী নানা কার্যকলাপ, প্রতিবাদ, মিছিল চলছেই৷ তার মাঝে NRC নিয়ে নানা ধন্ধ ত রয়েইছে৷ সেই ধন্ধই এবার কাটাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই আজ লোকসভায় বলেছেন সাড়া দেশে এনআরসি করার কথা চিন্তা করা হয়নি, NRC চালু করার সিদ্ধান্ত হয়নি ৷ NRC নিয়ে গোটা দেশ জুড়েই ধন্ধ রয়েছে৷ কবে চালু হবে? এর কাঠামোই কী হবে? দেশের কোথায় কোথায় এনআরসি হবে? তা নিয়ে প্রশ্নের শেষ নেই৷ এই ধন্ধ কাটাতেই পার্লামেন্টে NRC চালু হওয়া নিয়ে প্রশ্নের উত্তরে লিখিতভাবে জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়ে দিলেন, ‘জাতীয় স্তরে NRC তৈরি করার কোনও সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয়নি সরকার৷কেন্দ্র দেশব্যাপী এনআরসি আনার বিষয়ে চিন্তাভাবনা করছে কি না এমন একটি প্রশ্নের জবাবে এদিন লিখিতভাবে এই উত্তর দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.